আর্কাইভ থেকে ফুটবল

মেসি-আগুয়েরো-মার্টিনেজকে নিয়ে আর্জেন্টিনার বাছাইপর্বের দল

মেসি-আগুয়েরো-মার্টিনেজকে নিয়ে আর্জেন্টিনার বাছাইপর্বের দল

দক্ষিণ আমেরিকা অঞ্চলে কাতার বিশ্বকাপ ২০২২ এর বাছাইপর্বের গুরুত্বপূর্ণ দুই ম্যাচকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। অভিজ্ঞ সার্জিও আগুয়েরো দলে ফিরলেও কপাল পুড়েছে পাওলো দিবালার। লিওনেল মেসির হাতে আর্মব্যান্ডের দায়িত্ব দিয়ে ৩০ সদস্যের দল ঘোষণ করেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি।

সম্প্রতি ইনজুরিমুক্ত হয়ে মাঠে ফিরলেও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে খুব বেশি খেলার সুযোগ হয়নি আগুয়েরোর। তারপরও অভিজ্ঞতার ভিত্তিতে এই স্ট্রাইকারের ওপর ভরসা রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। 

আগুয়েরোর পাশাপাশি আক্রমণভাগে মেসির পাশাপাশি আছেন ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, হুয়াকিন কোরেয়ার মতো তারকারা। ইনজুরি স্বত্বেও জার্মান ক্লাব লেভারকুসেন তারকা লুকাস এলারিও দলে সুযোগ পেয়েছেন।

করোনার থাবায় দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব তিন মাস বিরতি শেষে আগামী মাসে ফের মাঠে গড়াতে যাচ্ছে। আগামী ৪ জুন ঘরের মাঠে চিলির বিপক্ষে এবং চার দিন পর কলম্বিয়ার মাঠে খেলবে আর্জেন্টনা। এই দুই ম্যাচের জন্য রোববার ৩০ সদস্যের দল ঘোষণা করেন স্কালোনি।
 
স্কালোনির ঘোষিত এই দলের সাথে আর্জেন্টাইন ঘরোয়া লীগের কিছু ফুটবলারও যুক্ত হবে। সেই সাথে ইনজুরি আক্রান্ত খেলোয়াড়দের বদলেও নতুন খেলোয়াড় যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

২০২২ কাতার বিশ্বকাপ উপলক্ষে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত ৪ ম্যাচে ৪ জয় নিয়ে সবার ওপরে আছে ব্রাজিল (১২ পয়েন্ট)। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আর্জেন্টিনা। তিন নম্বরে থাকা ইকুয়েডরের পয়েন্ট ৯। যথাক্রমে চার ও পাঁচে থাকা প্যারাগুয়ে ও উরুগুয়ের পয়েন্ট সমান ৬, তবে গোলব্যবধানে এগিয়ে প্যারাগুয়ে। তালিকায় এর পরের পাঁচ দল যথাক্রমে চিলি (৪ পয়েন্ট), কলম্বিয়া (৪), ভেনেজুয়েলা (৩), পেরু (১) ও বলিভিয়া (১)।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন মেসিআগুয়েরোমার্টিনেজকে | নিয়ে | আর্জেন্টিনার | বাছাইপর্বের | দল