আর্কাইভ থেকে আইন-বিচার

সাংবাদিক রোজিনার জামিন শুনানি শেষ, আদেশ পরে (ভিডিও)

সাংবাদিক রোজিনার জামিন শুনানি শেষ, আদেশ পরে (ভিডিও)

সরকারি নথি সরানোর অভিযোগে দায়ের করা মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে পরে আদেশ দেবন আদালত। জানালেন রোজিনার আইনজীবী।

আজ বৃহস্পতিবার ( ২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচাক বাকী বিল্লার ভার্চুয়াল এজলাসে রোজিনার জামিন শুনানি হয়। দুপুর ২টায় এ শুনানি শেষ হয়।

রোজিনার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার বলেন, আদালত আমাদের কথা শুনেছেন। শুনানি পর্যালোচনা করে পরে রায় দেবেন। আজকের মধ্যেই রায় দেয়ার চেষ্টা করবেন।

আদালতে শুনানি শুরু করেন রোজিনার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার ও এহসানুল হক সমাজীসহ আরও অনেকে।

রোজিনা ইসলাম গেলো সোমবার (১৭ মে) দুপুরের পর পেশাগত দায়িত্ব পালনে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে একটি কক্ষে আটকে রাখেন। প্রায় ছয় ঘণ্টা পর রাত সাড়ে আটটার দিকে রোজিনাকে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরে রাত পৌনে ১২টার দিকে তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়। মামলার বাদী হন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী।

মামলাটি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগের তদন্তে রয়েছে। বুধবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রালয় থেকে করা অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট মামলা ডিবিতে স্থানান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন সাংবাদিক | রোজিনার | জামিন | শুনানি | শেষ | আদেশ | ভিডিও