আর্কাইভ থেকে দেশজুড়ে

পঞ্চগড়ে আজও প্রচলিত আছে ঐতিহ্যবাহী হা ডু ডু খেলা

পঞ্চগড়ে আজও প্রচলিত আছে ঐতিহ্যবাহী হা ডু ডু খেলা

খেলাধুলা মানুষের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রামবাংলার প্রাচীন খেলা হা-ডু-ডু একটি আনন্দদায়ক খেলা। হা-ডু-ডু বা কাবাডি গ্রামবাংলার অন্যতম জনপ্রিয় খেলা। 

বাঙ্গালীর সংস্কৃতির অনেক পুরনো ঐতিহ্য আজ কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে। উত্তরের জেলা পঞ্চগড়ে বাঙ্গালীয়ানা এই বিনোদনগুলো আজও প্রচলিত আছে গ্রাম- গ্রামান্তরে। এসকল খেলাগুলোর মধ্যে অন্যতম হলো হা ডু ডু খেলা। পঞ্চগড়ে সব ঋতুতে বসে  বিনোদনপূর্ণ এই হা ডু ডু খেলার আসর। তবে বৈশাখ মাসে এই খেলার বেশী আয়োজন হয়।

আয়োজকরা জানান, আধুনিকতার ছোঁয়ায় পুরনো ঐতিহ্যবাহী জনপ্রিয় খেলাগুলো যেন হারিয়ে না যায় সেজন্য বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতেই প্রতি বছরই আয়োজন করা হয়।

হা ডু ডু খেলা হারিয়ে যেতে বসলেও পঞ্চগড়সহ এই এলাকায় এখনও ব্যাপকভাবে প্রচলিত। আধুনিকতা ও আকাশ সংস্কৃতির এ যুগেও ব্যাপক জনপ্রিয়তায় আজও টিকে আছে এই খেলা। গ্রাম বাংলার মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, লোকজ ঐতিহ্য প্রবীণ ও নবীনদের এই খেলা এখনও আন্দোলিত করে সবার মনে। 

বাঙ্গালী ঐতিহ্যের গ্রামীণ জনপ্রিয় খেলা ও বিনোদন গুলোকে প্রাধান্য দিয়ে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে প্রয়োজন সহকারী পৃষ্ঠপোষকতা বলে মনে করেন সংশ্লিষ্টরা।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন পঞ্চগড়ে | আজও | প্রচলিত | আছে | ঐতিহ্যবাহী | হা | ডু | ডু | খেলা