আর্কাইভ থেকে জনদুর্ভোগ

শিমুলিয়া-বাংলাবাজারে যাত্রীর চাপে আটকে আছে যান

শিমুলিয়া-বাংলাবাজারে যাত্রীর চাপে আটকে আছে যান

ঈদ শেষে ঢাকার কর্মস্থলে ফিরছে দক্ষিণবঙ্গের মানুষ। আবার সাপ্তাহিক ছুটি পেয়ে অনেকে গ্রামের বাড়ি যাচ্ছেন।

শুক্রবার (২১ মে) সকাল থেকে যাত্রী ও যানবাহনের উভয়মুখী চাপে পড়েছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট।

সকাল থেকে সীমিত পরিসরে যাত্রীদের বাড়তি চাপে ফেরিতে যানবাহন পার করা হচ্ছে। ফলে দুই ঘাটেই দীর্ঘক্ষণ নদী পারাপারে যানবাহনকে অপেক্ষা করতে হচ্ছে।

বর্তমানে মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ৫০০ ব্যক্তিগত ও পণ্যবাহী যানবাহন। এদিকে যাত্রী ও যানবাহন পারাপারের জন্য ১৮টি ফেরি সচল রয়েছে বলে জানান বিআইডাব্লিউটিসি কর্তৃপক্ষ।

গণপরিবহন না থাকায় মোটরসাইকেল, সিএনজিসহ বিভিন্ন যানবাহনে ভেঙে ভেঙে শিমুলিয়াঘাটে আসা যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এতে করে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের।

শিমুলিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ বলেন, শুক্রবার দুইঘাটে ঢাকা ও দক্ষিণবঙ্গ উভয়মুখী যাত্রীদের চাপ রয়েছে। পাশাপাশি শিমুলিয়াঘাটে যাত্রীবাহী ৩০০ ও পণ্যবাহী ২০০ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন শিমুলিয়াবাংলাবাজারে | যাত্রীর | চাপে | আটকে | আছে | যান