আর্কাইভ থেকে করোনা ভাইরাস

কোভিডের দ্বিতীয় টিকা দেরিতে নিলে অ্যান্টিবডি বাড়ে তিন শ’ শতাংশ

কোভিডের দ্বিতীয় টিকা দেরিতে নিলে অ্যান্টিবডি বাড়ে তিন শ’ শতাংশ

কোভিডের প্রথম ও দ্বিতীয় টিকা নেওয়ার সময়ের মধ্যে ব্যবধান বাড়িয়েছে ভারতসহ বিশ্বের কয়েকটি দেশ। যদিও এই সিদ্ধান্তের পিছনে টিকার জোগান না থাকাকেই দায়ী করেছে অনেকে। এমনই এক সময় প্রকাশ্যে এলো একটি বৈজ্ঞানিক গবেষণা।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানায়, যৌথভাবে গবেষণাটি করেছে যুক্তরাষ্ট্রের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটারি এবং ইয়েল বিশ্ববিদ্যালয়। যদিও এখনও পিয়ার রিভিউয়ের পর্যায়ে রয়েছে গবেষণাপত্রটি। গবেষণায় দাবি করা হয়, করোনার প্রথম এবং দ্বিতীয় টিকার মধ্যে সময়ের ব্যবধান বাড়লে অ্যান্টিবডি বাড়ে। আরো দাবি করা হয়, দ্বিতীয় টিকা দেওয়ার ক্ষেত্রে দেরি শরীরের প্রতিরক্ষা শক্তি বাড়াবে।

গবেষণায় দেখা গেছে, দ্বিতীয় টিকা দেরিতে নিলে অ্যান্টিবডির পরিমাণ ২০ থেকে ৩০০ শতাংশ বেশি থাকে। সম্প্রতি করোনা টিকা কোভিশিল্ডের ক্ষেত্রে দ্বিতীয় ডোজ নেওয়ার সময়সীমা বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। প্রাথমিক ভাবে প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ নিতে বলা হয়েছিল। তবে পরে তা বাড়িয়ে ৬-৮ সপ্তাহ করা হয়। নতুন নির্দেশিকায় বলা হয়, টিকার প্রথম ডোজ নেওয়ার ১২-১৬ সপ্তাহ পর নিতে হবে দ্বিতীয় ডোজ।

মায়ো ক্লিনিকের ভ্যাকসিন রিসার্চ গ্রুপের ভাইরাোলজিস্ট এবং ডিরেক্টর গ্রেগরি পোল্যান্ড বলেছেন, যদি পারতাম তবে এই মুহূর্তে দ্বিতীয় টিকা নেওয়া বন্ধ করে দিতাম। আমরা যতটা পারি প্রত্যেককে একটি করে টিকা আগে দিই। পরে দ্বিতীয় টিকা পেয়ে যাব।

২০২০ সালের শেষে যখন কোভিডের টিকা প্রথম ছাড়া হয় তখন দুটি টিকার মধ্যে ব্যবধান রাখার কার্যকারিতার প্রমাণ পাওয়া যায়নি। পরে, সর্বাধিক ঝুঁকিপূর্ণ মানুষকে টিকা দিয়েছিল বেশিরভাগ দেশ। যদিও দ্বিতীয় টিকার জন্য অপেক্ষা করতে হয়েছিল। তবে ব্র্রিটেনই প্রথম দুইটি টিকা নেওয়ার মধ্যে ব্যবধান বাড়িয়েছিল। প্রথমে এই পদক্ষেপ নিয়ে সমালোচনা হয়েছিল। তবে এখন তা প্রমাণিত হয়েছে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন কোভিডের | দ্বিতীয় | টিকা | দেরিতে | নিলে | অ্যান্টিবডি | বাড়ে | তিন | শ | শতাংশ