আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বিশ্বে করোনায় সংক্রমণ-মৃত্যুর প্রকৃত সংখ্যা দুই-তিন গুণ বেশি

বিশ্বে করোনায় সংক্রমণ-মৃত্যুর প্রকৃত সংখ্যা দুই-তিন গুণ বেশি

বিশ্বব্যাপী করোনায় সংক্রমণ আর মৃত্যুর প্রকৃত সংখ্যা অন্তত দুই থেকে তিন গুণ বেশি। এ পর্যন্ত ৬০ থেকে ৮০ লাখ মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে মহামারিতে। শুক্রবার এমন দাবি করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক প্রতিবেদনে।

ডব্লিউএইচও জানায়, ২০২০ সালে করোনায় ৩০ লাখ মানুষের মৃত্যু হয়। যা প্রকাশিত আনুষ্ঠানিক সংখ্যার তুলনায় ১২ লাখ বেশি। আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী কোভিডে এ পর্যন্ত ৩৪ লাখ মৃত্যুর কথা বলা হলেও পরিসংখ্যানে বহু মৃত্যু যুক্ত করা সম্ভব হয়নি। বিশেষ করে অনুন্নত বিশ্বে হাসপাতালে না গিয়ে অনেকের মৃত্যু হয়। নমুনা পরীক্ষার কিটের অভাবে শনাক্ত ছাড়াই সৎকার করা হয় বহু সন্দেহভাজন করোনা রোগী।

ডব্লিউএইচওর তথ্য-উপাত্ত বিভাগের সহকারী মহাপরিচালক ড. সামিরা আসমা বলেন, মহামারির আসল চিত্র এখনও অপ্রকাশিত। বিশেষ করে ল্যাটিন অ্যামেরিকা, ভারত, নেপালের সংক্রমণ আর মৃত্যুর প্রকৃত সংখ্যা জানা যাচ্ছে না। মহামারিতে এ যাবৎ ৮০ লাখ পর্যন্ত মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে বলে বিভিন্ন উপাত্তের ভিত্তিতে আমরা ধারণা করছি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বে | করোনায় | সংক্রমণমৃত্যুর | প্রকৃত | সংখ্যা | দুইতিন | গুণ | বেশি