আর্কাইভ থেকে এশিয়া

মিয়ানমারে এক লাখ ২৬ হাজার স্কুল শিক্ষক বরখাস্ত

মিয়ানমারে এক লাখ ২৬ হাজার স্কুল শিক্ষক বরখাস্ত

মিয়ানমারে গেল এক ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের বিরোধিতা করে আন্দোলনে যোগ দেওয়ায় প্রায় এক লাখ ২৬ হাজার স্কুল শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে সাড়ে ১৯ হাজার বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারীকে। এ তথ্য দিয়েছেন মিয়ানমারের শিক্ষক ফেডারেশনের একজন কর্মকর্তা।

শনিবার মিয়ানমারের শিক্ষক ফেডারেশনের একজন কর্মকর্তার উদ্বৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। দেশটিতে নতুন বছরে স্কুল শুরুর কয়েকদিন আগে বরখাস্তের এ ঘটনা ঘটলো। মিয়ানমারের এক দশকের গণতন্ত্রকে পূনরুদ্ধারের জন্য এ দিন স্কুলের কর্মকান্ড থেকে নিজেদের সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষক এবং অভিভাবকরা।

দুই বছর আগের এক তথ্য অনুযায়ী, মিয়ানমারে প্রায় চার লাখ ৩০ হাজার স্কুল শিক্ষক রয়েছে।

দেশটির একজন শিক্ষক বলেন, এমন ঘোষণার মাধ্যমে জনগণকে কাজে ফিরে যাওয়ার হুমকি দিচ্ছে সামরিক সরকার। কারণ তারা এতোগুলো মানুষকে এক সঙ্গে গুলি করে মেরে ফেললে পুরো সিস্টেমটাই ধ্বংস হয়ে যাবে।

তিনি আরো জানান, কাজে ফিরে এলে এই ঘোষণা তুলে নেওয়া হবে বলে তাকে আশ্বস্ত করা হয়েছিল।

মিয়ানমারে গেল নভেম্বরের নির্বাচনে অং সান সুচি এবং তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) পুনঃনির্বাচিত হয়। তবে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে গেল এক ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থান ঘটায় দেশটির সশস্ত্র বাহিনী। এরপরই এক বছরের জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনী। তখন থেকেই মিয়ানমারজুড়ে গণবিক্ষোভ চলছে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন মিয়ানমারে | এক | লাখ | ২৬ | হাজার | স্কুল | শিক্ষক | বরখাস্ত