আর্কাইভ থেকে ক্রিকেট

ইনিংস বড় করতে পারলেন না সাকিব

ইনিংস বড় করতে পারলেন না সাকিব
উইকেটে থিতু হয়ে ইনিংস বড় করার চেষ্টা করেও পারলেন না সাকিব আল হাসান। ৩৪ বলে ১৫ রান করেছেন এই টাইগার অলরাউন্ডার। চার মেরে রানের খাতা খুললেও ইনিংসের ১৩তম ওভারে দানুশকা গুনাথিলাকার বলে তুলে মারতে গিয়ে পাথুম নিশানকার হাতে ক্যাচ দেন তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৪ রান। ক্রিজে আছেন তামিম ইকবাল ২৮ রানে ও মুশফিকুর রহিম ৭ রানে। টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে স্কোরবোর্ডে ৫ রান তুলেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ওভারে এসেই রানের খাতা খোলার আগেই স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নিলেন ওপেনার লিটন দাস। এর আগে দিনের শুরুতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় বেলা ১ টায় শুরু হয়। খেলাটি সরাসরি দেখাচ্ছে টি-স্পোর্টস ও গাজী টিভি। লঙ্কানদের বিপক্ষে এই সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ হওয়ায় বেশ গুরুত্ব পাচ্ছে সিরিজটি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি দলের জন্যই প্রত্যেকটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ গুরুত্ব। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের প্রায় আড়াই বছর বাকি থাকলেও এখনই দলগুলোর মাঝে বিশ্বকাপের হাওয়া লেগেছে। প্রতিটি সিরিজ আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ হওয়ায় বাড়তি গুরুত্ব বহন করছে। বাংলাদেশ একাদশ তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসাইন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কা একাদশ কুশল পেরেরা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, আসেন বান্দারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, লাকশান সান্দাকান এবং দুশমন্থ চামিরা। এএ

এ সম্পর্কিত আরও পড়ুন ইনিংস | বড় | করতে | পারলেন | সাকিব