আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বিশ্বে করোনায় একদিনে মৃত্যু আরও প্রায় ১০ হাজার

বিশ্বে করোনায় একদিনে মৃত্যু আরও প্রায় ১০ হাজার

বিশ্বব্যাপী করোনাভাইরাসে গেল ২৪ ঘন্টায় মারা গেছে আরও প্রায় ১০ হাজার মানুষ। গতকাল রোববারও পৌনে পাঁচ লাখের বেশি মানুষের শরীরে মিললো ভাইরাসটি।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার ভারতে করোনা মহামারির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে। এদিন মারা গেছে চার হাজার ৪৫৫ জন। একই সময়ে সংক্রমণ শনাক্ত হয়েছে দুই লাখ ২৩ হাজার মানুষের শরীরে। এ নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা দুই কোটি সাড়ে ৬৭ লাখ। মৃত্যু ছাড়িয়েছে তিন লাখ।

এদিকে গেল মার্চের পর একদিনে সর্বনিম্ন ৯শ’ জনের মৃত্যু দেখলো ব্রাজিল। গতকাল রোববারও শনাক্ত হয়েছে ৩৬ হাজারের বেশি মানুষের শরীরে। ল্যাটিন অ্যামেরিকার দেশটিতে করোনায় মোট মৃত্যু সাড়ে চার লাখের কাছাকাছি।

রোববার ২২৩ জনের মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। এটি গেল বছরের মার্চের পর একদিনে দেশটিতে সর্বনিম্ন মৃত্যু। লক্ষণীয়ভাবে কমেছে ভাইরাসের বিস্তারও। নতুনভাবে ১৩ হাজার মানুষের শরীরে মিলেছে করোনা। দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছে প্রায় তিন কোটি ৩৯ লাখ জন। মারা গেছে ছয় লাখের বেশি মানুষ।

গেল ২৪ ঘন্টায় ল্যাটিনের আরেক দেশ কলম্বিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫শ’ জনের কাছাকাছি।

এছাড়া একদিনে করোনায় সাড়ে তিন শ’ জনের বেশি মারা গেছে আর্জেন্টিনা, রাশিয়া ও মেক্সিকোয়।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৩৪ লাখ ৭৮ হাজারের বেশি মানুষের। আক্রান্ত হয়েছে পৌঁনে ১৭ কোটি। এদের মধ্যে সুস্থ হয়েছে প্রায় ১৪ কোটি ৮৬ লাখ জন।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বে | করোনায় | একদিনে | মৃত্যু | আরও | প্রায় | ১০ | হাজার