আর্কাইভ থেকে করোনা ভাইরাস

দেশে চীনা ভ্যক্সিন দেয়া শুরু (ভিডিও)

দেশে চীনা ভ্যক্সিন দেয়া শুরু (ভিডিও)

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, অ্যাস্ট্রাজেনেকার টিকা আনার জন্য ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।বাংলাদেশেও চীন ও রাশিয়ার টিকা তৈরির জন্যও জোর তৎপরতা চলছে। চীনের টিকা প্রদান কার্য্যক্রম উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই উদ্ধোধনী অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন,  দেশে  চীনের টিকা চিকিৎসক ও স্বাস্থ্য খাতের কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে। 

মন্ত্রী বলেন, জুন মাসেই চুক্তি অনুযায়ী চিনের টিকা আসা শুরু হবে। এরপর পুরোদমে টিকা দেয়া শুরু হবে। 

চাপাইনবাবগঞ্জের বিষয়ে তিনি বলেন, সীমান্তবর্তী জেলাগুলোকে প্রয়োজনে আইসোলেট করা দেয়া হবে।

চীনের প্রথম টিকা দেয়া হয় ঢাকা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী অনন্যা সালাম সমতাকে। দ্বিতীয় টিকা গ্রহণ করেন পঞ্চম বর্ষের শিক্ষার্থী শাহিন আহমেদ এবং তৃতীয় টিকা নেন একই বর্ষের মোল্লা নিয়ামুল হোসাইন। আজ ঢাকা মেডিকেলে ২৫৭ জনকে চীনের টিকা দেয়া হবে।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন দেশে | চীনা | ভ্যক্সিন | দেয়া | শুরু | ভিডিও