আর্কাইভ থেকে জাতীয়

রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসায় ভলকান বজকির

রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসায় ভলকান বজকির

এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে মানবিক বিবেচনায় আশ্রয় দেয়ায়, বাংলাদেশের প্রশংসা করেছেন, ঢাকায় সফররত জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট, ভলকান বজকির। 

মঙ্গলবার (২৫ মে)সকালে গণভবনে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য দেখা করে তিনি এমন প্রশংসা করেন। 

এসময়, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি ও রোহিঙ্গাদের প্রত্যাবাসন অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এসময় চলতি বছর প্রত্যেক দেশ থেকে দুজন করে প্রতিনিধি ও সরকার প্রধানদের উপস্থিতিতে সাধারণ অধিবেশনের পরিকল্পনার কথা প্রধানমন্ত্রীকে জানান ভলকান বজকির।

এ সম্পর্কিত আরও পড়ুন রোহিঙ্গাকে | আশ্রয় | দেয়ায় | বাংলাদেশের | প্রশংসায় | ভলকান | বজকির