আর্কাইভ থেকে দেশজুড়ে

আশ্রয়কেন্দ্রে জন্ম নিলো পুত্র সন্তান

আশ্রয়কেন্দ্রে জন্ম নিলো পুত্র সন্তান

পটুয়াখালীর কলাপাড়ায় ঝড়ের মধ্যে আশ্রয় নিতে গিয়ে প্রথমবারের মতো এক নবজাতকের জন্ম দিয়েছেন এক গৃহবধু। ফুটফুটে ওই সন্তানের নাম রাখা হয়েছে বেল্লাল।

বুধবার সকাল ১০টায় চান্দুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে এ পুত্র সন্তানের জন্ম দেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে চান্দুপাড়া গ্রাম প্লাবিত হলে গর্ভবতী স্ত্রী তানজিলাকে নিয়ে নিরাপদ আশ্রয়ে যান নবজাতকের পিতা নুর-আলম শরীফ। পরে বুধবার সকালে স্থানীয় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থকর্মীদের সহযোগিতায় তিনি একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হালদার জানান, খবর পেয়ে স্থানীয় স্বাস্থ্যকর্মীর সহযোগিতায় স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব করানো হয়েছে। বর্তমানে মা ও ছেলে দুজনেই ভালো আছেন।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন আশ্রয়কেন্দ্রে | জন্ম | নিলো | পুত্র | সন্তান