যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছে অন্তত আটজন। পরে পুলিশ অভিযান চালালে আত্মহত্যা করে হামলাকারী।
মার্কিন গণমাধ্যমগুলো জানায়, গতকাল বুধবার ক্যালিফোর্নিয়ার সান জোসের সান্তা ক্লারা ভ্যালি ট্রান্সপোর্টেশন অথরিটির একটি রেলইয়ার্ডে গুলির এ ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল পৌনে ৭টার দিকে স্টেশনে কমিউটার ট্রেনের জন্য অপেক্ষমান যাত্রীদের ওপর এলোপাতাড়ি গুলি ছোঁড়ে এক বন্দুকধারী। পরে পুলিশ পাল্টা অভিযান চালালে নিজের মাথায় গুলি চালিয়ে দেয় সে।
গোলাগুলির ঘটনায় হতাহতদের মধ্যে ভ্যালি ট্রান্সপোর্টেশন অথরিটির ট্রানজিট কর্মীরাও রয়েছে।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম স্যামুয়েল ক্যাসিডি। ৫৭ বছর বয়সী ক্যাসিডিও সেখানে কাজ করতেন। হামলার মোটিভ এখনো অস্পষ্ট। তবে তদন্ত চলছে।
এ ঘটনাকে ভয়াবহ ঘটনা হিসেবে উল্লেখ করেছেন সান জোসের মেয়র। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসাম।
যুক্তরাষ্ট্রে চলতি বছরই ২৩০টি গোলাগুলির ঘটনা রেকর্ড করা হয়েছে।
এসএন