পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনিছুর রহমান (২৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় দূর্ঘটনায় অপর মোটরসাইকেলের ৩ আরোহী আহত হয়েছে।
বুধবার (২৬ মে) রাতে উপজেলার গোয়ালগাছ এলাকায় এই সড়ক দূর্ঘটনাটি ঘটে।
নিহত আনিছুর রহমান তেঁতুলিয়া উপজেলার চুটচুটিয়াগছ গ্রামের আজিজুল হকের ছেলে এবং সিপাইপাড়া মসজিদের ইমাম।
আহতরা হলেন, তেঁতুলিয়ার সর্দারপাড়া গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে নওশাদ (৩১), সজিব হোসেন (১৫) ও গোয়ালগছ গ্রামের রফিকুল ইসলামের ছেলে আবু সাঈদ (২২)।
জানা গেছে, নিহত আনিছুর রহমান তেঁতুলিয়া উপজেলার সিপাইপাড়া বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এ সময় গোয়ালগছ এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আনিছুর রহমান নিহত হয় এবং অপপর মোটর সাইকেল আরোহী ৩ জন গুরুতর আহত হন। আহতদের তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহতদের মধ্যে নওশাদের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া সড়ক দুঘটনায় এক জনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এস