আর্কাইভ থেকে জাতীয়

এখনো উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আভাস (ভিডিও)

এখনো উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আভাস (ভিডিও)

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে এখনও উত্তাল রয়েছে সাগর। উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়েছে আবহাওয়া অধিদফতর।

দেশের উপকূলীয় জেলাগুলোতে নদ-নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। ভেসে গেছে খেতের ফসল ও ঘেরের মাছ। সাতক্ষীরার চারটি নদীর ১৬টি পয়েন্টে বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা ডুবে আছে। বাগেরহাটে জোয়ারের পানিতে সুন্দরবন থেকে ভেসে এসেছে চারটি মৃত হরিণ।

এছাড়া ঝালকাঠির বিষখালী নদীর বাঁধ ভেঙ্গে ১৫টি গ্রামের মানুষ ঘরবন্দী আছে। পিরোজপুর ও বরগুনা, নোয়াখালীর হাতিয়ায় পানিবন্দী আছে অনেক মানুষ। ভোলায় অনেক বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। খুলনায় তিনটি উপজেলার ১৮টি পয়েন্টে বাঁধ ভেঙে অর্ধশত গ্রাম তলিয়ে গেছে।

মঈনুল/শুভ

ভিডিও...

এ সম্পর্কিত আরও পড়ুন এখনো | উত্তাল | সাগর | জলোচ্ছ্বাসের | আভাস | ভিডিও