আর্কাইভ থেকে ঢালিউড

সিঙ্গাপুরে চিত্রনায়ক ফারুকের ৮৩ দিনের ৭১ দিনই আইসিইউতে

সিঙ্গাপুরে চিত্রনায়ক ফারুকের ৮৩ দিনের ৭১ দিনই আইসিইউতে

ঢাকাই সিনেমার বড় মিয়া খ্যাত জনপ্রিয় অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক দীর্ঘদিন ধরে অসুস্থ। মাঝে তার পরিবার স্বাস্থ্যের নাটকীয় পরিবর্তনের কথা জানালেও বুধবার আবারও স্বাস্থ্যের অবনতি ঘটে। বর্তমানে তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

গত ৮১ দিন ধরে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন এ কিংবদন্তি। এর মধ্যে তাকে সর্বসাকুল্যে ১২ দিন কেবিনে চিকিৎসাসেবা দেয়া সম্ভব হয়েছে। বাদবাকি সময় তিনি কাটিয়েয়েন নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। 

বুধবার রাতে ফারুকের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানান তার স্ত্রী ফারহানা পাঠান। তিনি গণমাধ্যমকে বলেন, গত মাসে মাত্র দুদিনের জন্য তাকে কেবিনে আনা হয়। তখন তার সুস্থতার ব্যাপারে আমরা আশাবাদী হয়েছিলাম। কিন্তু হঠাৎ করে আবার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে দ্রুত আইসিইউতে নেয়া হয়। ১ মে থেকে আবার আইসিইউতে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। শারীরিক অবস্থার উন্নতি নিয়ে নতুন কোনো তথ্য দেয়ার মতো নেই। চিকিৎসক আমাদের বলেছেন ধৈর্য ধরতে।  আমরা তাই করছি। দেশবাসীর কাছেও ফারুকের জন্য দোয়া চাইছি।

প্রসঙ্গত, গত ৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর নেয়া হয়েছিল ফারুককে। এর আগে দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। সবশেষ জানা যায়, ৩৭ দিন পর এ অভিনেতাকে ২৭ এপ্রিল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের কেবিনে নেয়া হয়। এ হাসপাতালটিতে নায়ক ফারুক আট বছর ধরে চিকিৎসাসেবা নিচ্ছেন।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন সিঙ্গাপুরে | চিত্রনায়ক | ফারুকের | ৮৩ | দিনের | ৭১ | দিনই | আইসিইউতে