রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকায় বিএনপির দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে আসন্ন জাতীয় নির্বাচনে দুই মনোয়ন প্রার্থীর সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে বলে দাবি করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে উপজেলা প্রশাসন পুরো পৌর এলাকায় দুই দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে। গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বায়ান্ন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আগামীকাল বুধবার পৌরসভা এলাকার মহিষালবাড়িতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিনের অনুসারীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ঘোষণা দেয়। অন্যদিকে গোদাগাড়ী উপজেলা বিএনপিও বুধবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে আলাদাভাবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির ঘোষণা দেয়।
এ নিয়ে মঙ্গলবার বিকেলে গোদাগাড়ী উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে দুপক্ষ অবস্থান নেয়। দুপক্ষই একই স্থানে অনুষ্ঠান করার বিষয়ে অনড় থাকেন। এতে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। দুপক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে একে উপর উপর হামলা চালায়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এতে পুরো পৌর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
পরে গোদাগাড়ী থানা পুলিশ খবর ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন থেকে ১৪৪ ধারা জারি করা হয়। মঙ্গলবার বিকেল ৫টা থেকে ও বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত পৌরসভা এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করে প্রশাসন।
গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, আমরা এক সপ্তাহ আগে প্রশাসনের অনুমতি নিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের আয়োজন করছি। আজ বিকেলে সেখানে মঞ্চ তৈরী করতে গেলে শরীফ উদ্দিনের অনুসারিরা বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তারা অন্যায়ভাবে আমাদের প্রতিষ্ঠবার্ষিকীর অনুষ্ঠান করতে দিল না।
কাকনহাট পৌরসভা বিএনপির সভাপতি জিয়াউল হক সরকার বলেন, শরীফ উদ্দিনের নির্দেশে সেখানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এখন যেহেতু ১৪৪ ধারা জারি হয়েছে সেহুত পৌরসভার বাইরে করা গেলে সেখানে করা হবে বলে মন্তব্য করেন তিনি।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, বিএনিপর প্রতিষ্ঠাবার্ষিকীর পালন কেন্দ্র করে দুই গ্রুপের উত্তেজনা ও সংঘর্ষ হয়। দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। দুপক্ষের চরম উত্তেজনার মধ্যে আইনশৃঙ্খলা রাক্ষর্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় দুপক্ষের কেউ কোনো অভিযোগ করেনি।
আই/এ