আর্কাইভ থেকে জাতীয়

আগামী বাজেটে করোনা প্রতিরোধে টিকাকরণ গুরুত্ব পাবে: পরিকল্পনামন্ত্রী

আগামী বাজেটে করোনা প্রতিরোধে টিকাকরণ গুরুত্ব পাবে: পরিকল্পনামন্ত্রী

করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণের মাঝে টিকা করণের বিষয়টি আগামী বাজেটে গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। 

আজ বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে সুনামগঞ্জ শহরের নবী নগর এলাকায় একটি হাসপাতাল উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের প্রতিবেশী দেশ ভারতসহ যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশগুলো করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে। সেখানে আমরা ব্যবসা-বাণিজ্য চালু রেখে কৌশল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। আগামী বাজেটে করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণের মাঝে টিকাকরণ, দারিদ্র বিমোচনের বিষয়গুলো গুরুত্ব পাবে।

তিনি আরও বলেন, ভ্যাকসিনের জন্য সমস্যায় পড়েছিলাম। ভারতের সঙ্গে চুক্তি করা কিন্তু তারা ভ্যাকসিন দিতে পারছে না। তাই আমরা বন্ধু রাষ্ট্র চীন, রাশিয়াসহ অন্যান্য সোর্স থেকে ভ্যাকসিন সংগ্রহ করছি। ভ্যাকসিন না আশা পর্যন্ত আমাদের সবসময় মাস্ক পড়তে হবে। সবচেয়ে শ্রেষ্ঠ পন্থা হচ্ছে সামাজিক দূরত্ব নিশ্চিত করা।

উদ্বোধন অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী ছাড়াও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র নাদের বখত, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, হাসপাতালের চেয়ারম্যান আলকাছ্ উদ্দিন খন্দকার, মঞ্জুর খন্দকার, আসাদুজ্জামান সেন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন আগামী | বাজেটে | করোনা | প্রতিরোধে | টিকাকরণ | গুরুত্ব | পাবে | পরিকল্পনামন্ত্রী