আর্কাইভ থেকে পরামর্শ

বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার উপায়

বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার উপায়

প্রায় প্রতিদিনেই বজ্রপাতে কোথাও না কোথাও মৃত্যুর ঘটনা ঘটছে। আমাদের দেশে সাধারণত মার্চ থেকে জুন এবং অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে সবচেয়ে বেশি বজ্রপাত হয়ে থাকে। 

তবে কিছু সতর্কতা মেনে চললে বজ্রপাত থেকে নিজেকে রক্ষা করা সম্ভব:

* বজ্রঝড় সাধারণত ৩০-৪৫ মিনিট স্থায়ী হয়। এ সময়টুকু না বেড় হয়ে ঘরেই থাকুন।

* উঁচু গাছপালা, বৈদ্যুতিক খুঁটি ও তার, মোবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকুন। নদী, পুকুর, যেকোন জলাশয় থেকে দূরে থাকুন।

* বজ্রপাতের সময় খোলা জায়গা বা মাঠ বা উঁচু স্থানে দাঁড়াবেন না।

* বজ্রপাতের আশঙ্কা হলে যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সম্ভাবনা দেখা দিলে টিনের চালা থেকে দূরে থাকুন।

* বজ্রপাত চলাকালে বাড়িতে থাকলে জানালার কাছাকাছি ও বারান্দায় থাকবেন না। জানালা বন্ধ রাখুন এবং ঘরের ভিতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন।

* বজ্রপাতের সময় গাড়ির ভেতরে থাকলে গাড়ির ধাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ রাখবেন না। এসময় গাড়ি থেকে বেড় হয়ে কোনো কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন।

* বজ্রপাতের সময় ধাতব হাতলযুক্ত ছাতা ব্যবহার করবেন না।

* বজ্রপাতের সময় মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে অবস্থান করুন। 

* বিল্ডিংয়ে বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন।

* খোলা স্থানে বা  মাঠে অনেকে একত্রে থাকলে বজ্রপাতের সময় বিচ্ছিন্ন হয়ে অবস্থান করুন।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন বজ্রপাত | রক্ষা | পাওয়ার | উপায়