আর্কাইভ থেকে বাংলাদেশ

ইভিএমে ভোট করোনা আক্রান্তের ঝুঁকি বাড়াবে : আইইসিডিআর

ইভিএমে ভোট করোনা আক্রান্তের ঝুঁকি বাড়াবে : আইইসিডিআর

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। 

শুক্রবার (২০ মার্চ) রাজধানীর মহাখালীতে আইইডিসিআরের কার্যালয়ে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংস্থাটি।

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত আরও তিনজন রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে দুইজন পুরুষ, একজন নারী। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ২০ জন। ইতোমধ্যে ৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর এ রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে একজনের।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত তিনজন আলাদা পরিবারের সদস্য। এদের মধ্যে দুজনের বিদেশফেরত ব্যক্তির সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে। আরেকজনের বিদেশ ভ্রমণের হিস্ট্রি আছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি আইসিইউতে আছেন।

তিনি বলেন, দেশে করোনা ভাইরাসে এখন পর্যন্ত মোট আক্রান্ত ২০ জন। এর মধ্যে একজন মারা গেছেন। 

এ সম্পর্কিত আরও পড়ুন ইভিএমে | ভোট | করোনা | আক্রান্তের | ঝুঁকি | বাড়াবে | | আইইসিডিআর