আর্কাইভ থেকে ফিচার

যে জাদুঘরে আছে নবীজীর (সাঃ) ব্যবহৃত জিনিস

যে জাদুঘরে আছে নবীজীর (সাঃ) ব্যবহৃত জিনিস
দেশ-বিদেশের বিচিত্র জাদুঘরে শত-সহস্র বছরের প্রাচীন সংস্কৃতি, ঐতিহ্য ও বৈজ্ঞানিক আবিষ্কার ঠায় দাঁড়িয়ে থাকে। এগুলো একেকটি ইতিহাসের সাক্ষী। তেমনই এক ঐতিহাসিক জাদুঘর তুরস্কের ইস্তামবুল শহরে অবস্থিত সুলতান সুলেমানের আমলের তোপকাপি প্রাসাদ। তুর্কি ভাষায় একে বলা হয় তোপকাপি সারাই, যার অর্থ- কামানগোলা প্রাসাদ। দ্বিতীয় মুহাম্মদ পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এই প্রাসাদের নির্মাণকাজ শুরু করান। তোপকাপি প্রাসাদটি প্রায় ৪০০ বছর (১৪৬৫ - ১৮৫৬) ধরে তুরস্ক সম্রাজ্যের রাজপ্রাসাদ হিসেবে ব্যবহৃত হতো। তুরস্কের ইস্তাম্বুলে গিয়ে ঐতিহাসিক সুলতান সুলেমানের তোপকাপি রাজ্যে ঘুরতে না গেলে ব্যর্থ হয়ে যাবে আপনার তুরস্ক সফরটাই। তোপকাপি প্রসাদটি এক সময় রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং রাজকীয় বিনোদনস্থল হিসেবে প্রতিষ্ঠা করা হয়ে থাকলেও বর্তমানে এটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। কারণ এখানে রয়েছে মুসলমানদের জন্য পবিত্র স্মরণচিহ্ন। মুসলিম খেলাফতের শাসন পরিচালনাকারী রাজা-বাদশাহরা সব সময় নিজেদের কাছে রাখতে চেয়েছেন তাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রেখে যাওয়া মহামূল্যবান জিনিসগুলো। সে হিসেবে অটোমান খেলাফতের সময় সে জিনিসগুলো চলে আসে তুরস্কে। যা বর্তমানে তুরস্কের ঐতিহাসিক তোপকাপি রাজ প্রাসাদ জাদুঘরে সংরক্ষিত রয়েছে। খলিফারা মক্কা-মদিনা থেকে মহানবী (সাঃ)-এর স্মৃতিগুলো সঙ্গে করে নিয়ে এসেছিলেন। তোপকাপি জাদুঘরে রয়েছে মহানবী (সাঃ)-এর দাঁত, চুল, দাড়ি, তখনকার আমলে চামড়ার ওপর লেখা চিঠি, জুতা, পবিত্র মক্কার কাবা শরিফের হাজরে আসওয়াদ পাথর, ধনুক, তরবারি, পোশাকাদি ছাড়াও খলিফা আবু বকর, হযরত আলী ও হযরত ওসমানের ব্যবহৃত তলোয়ার-সবই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যবহৃত দুর্লভ সেসব জিনিসগুলো তোপকাপি জাদুঘরের প্রিভি রুমে সর্বোচ্চ নিরাপত্তায় সংরক্ষণ করা হয়েছে। খেলাফতের শাসনের পর তুরস্কে প্রজাতন্ত্র শুরু হলে রাজপ্রাসাদটিকে জাদুঘরে রূপান্তরিত করা হয়। এরপর থেকে সর্বোচ্চ নিরাপত্তায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ব্যবহৃত জিনিসগুলো দর্শণার্থীদের জন্য দেখার ব্যবস্থা করা হয়। জাদুঘরে গেলে দেখা যাবে সামনে থেকে সাপের মতো এঁকেবেঁকে মানুষ ভেতরে প্রবেশের জন্য লাইন ধরে অপেক্ষা করছেন। প্রবেশ পথের সামনে থাকে মানুষের বেশ বড়সড় ভিড়। ৫-৭ মিনিট পরপর ২০-৩০ জন করে পর্যটককে ভেতরে প্রবেশের অনুমতি দেয়া হয় এখানে। প্রবেশদ্বারের সামনেই লেখা আছে- লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ। তোপকাপি প্রসাদে প্রবেশের পর দেখা যাবে সেখানে এখনও সংরক্ষিত আছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে পেয়ালায় পানি পান করতে ক্যালিগ্রাফিতে সজ্জিত সে পেয়ালাটি। আরো আছে লম্বা একটি সুসজ্জিত পাত্রে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র দাঁড়ি মোবারক। বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তলোয়ার। যা হজরত ওমর এবং হজরত আলি রাদিয়াল্লাহু আনহুর কাছেও সংরক্ষিত ছিল। এখনো তা সংরক্ষিত আছে তোপকাপি রাজপ্রাসাদে । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যবহৃত ধনুক ও ক্যালিগ্রাফি খচিত কাভারেরও দেখা মিলবে এ প্রসাদে। তুরস্কের ইস্তামবুলে যেখানে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যবহৃত জিনিসগুলো সংরক্ষিত সেখানে রয়েছে স্বর্ণ দ্বারা নির্মিত কাবা শরিফের একটি তালা ও চাবি। রয়েছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যবহৃত ক্যালিগ্রাফি খচিত স্টাম্প। এছাড়া ইস্তাম্বুলের ফেইথ জেলায় হিরকা-ই শরিফ মসজিদে গেল ১ হাজার ৪০০ বছর ধরে যত্নসহকারে সংরক্ষণ করে রাখা হয়েছে নবীজির (সাঃ) পোশাক মোবারক। কথিত আছে, হজরত ওয়াইস করনির কোনো এক বংশধরের মাধ্যমে পোশাকটি তুরস্কের মসজিদে এসেছিল। ইয়েমেনের এই অধিবাসীকে রাসুল (সাঃ) তার জুব্বা উপহার দিয়েছিলেন। ১৯২১ সালে উসমানীয় সাম্রাজ্যের পতনের পর, তোপকাপি প্রাসাদ সরকারি রায়ে ১৯২৪ এর এপ্রিল ৩ তারিখে সাম্রাজ্যিক সময়ের জাদুঘরে পরিণত হয়। তোপকাপি প্রাসাদ জাদুঘরটির বর্তমানে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয়। প্রাসাদ চত্বরে কয়েকশ ঘর এবং প্রকোষ্ঠ রয়েছে, তবে জনসাধারণের দর্শনের জন্য এখন শুধুমাত্র গুরুত্বপূর্ণ ঘরগুলোতেই প্রবেশাধিকার রয়েছে। চত্বরটিতে মন্ত্রণালয়ের কর্মচারী ছাড়াও তুর্কি সেনাবাহিনীর সশস্ত্র কর্মীদের পাহারায় মোতায়েন রয়েছে। প্রাসাদে উসমানীয় স্থাপত্যকলার বহু উদাহরণসহ বিপুল সংখ্যক চীনা মাটির বাসন, পোশাক, অস্ত্র, ঢাল, বর্ম-আবরণ, উসমানীয় বিভিন্ন ক্ষুদ্র নকল, ইসলামিক ক্যালিগ্রাফিক হস্তলিপির সংগ্রহ রয়েছে সেই সাথে উসমানীয় বিভিন্ন মূল্যবান ধন ও রত্ন প্রদর্শনী ব্যবস্থা করা হয়েছে। হিন্দু-বৌদ্ধ-মুসলিম-খ্রিষ্টানসহ পৃথিবীর সকল জাতির পর্যটকরা ছুটে আসেন শত শত বছরের পুরোনো এ প্রাসাদ দেখতে।

এ সম্পর্কিত আরও পড়ুন জাদুঘরে | আছে | নবীজীর | সাঃ | ব্যবহৃত | জিনিস