আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ফাইজারের টিকা কখন আসবে : আজ, কাল, আজ, কাল

ফাইজারের টিকা কখন আসবে : আজ, কাল, আজ, কাল

ফাইজারের করোনা ভ্যাকসিন (টিকা) কখন আসবে তা নিয়ে বারবার সিদ্ধান্ত বদল করছে স্বাস্থ্য অধিদপ্তর। আগে বলা হয়েছিল আজ রোববার আসবে ফাইজারের এক লাখ ৬২০ ডোজ টিকা। দুপুরে জানানো হয় আজ আসবে না টিকা। আকেব আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে। বিকেলে সেই তথ্য বদলি বলা হয় আজ রাতেই আসছে ফাইজারের করোনা ভ্যাকসিন। ফের সন্ধ্যায় বলা হয়েছে আজ আসবে না টিকা, আগামীকাল সোমবার টিকা আসবে।

স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত ঠিকাদান কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক জানান, সোমবার (৩১ মে) রাতে বাংলাদেশে আসছে ফাইজারের এক লাখ ৬ হাজার দুইশ ডোজ টিকা।

এর আগে দুপুরে ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন জানিয়েছিলেন, ফাইজারের করোনা ভাইরাসের ভ্যাকসিন (টিকা) আজ ঢাকায় আসছে না। এটি পেতে কিছুটা দেরি হতে পারে। আগামী মাসের (জুন) দ্বিতীয় সপ্তাহে আসতে পারে। পরে বিকেলে সেই তথ্য পরিবর্তন করে  তিনি বলেন, আজই আসবে ফাইজারের ভ্যাকসিন।

এখন সন্ধ্যায় জানা গেলো, আজ আসবে না টিকা।

কোভ্যাক্সের পক্ষ থেকে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা দেয়া হচ্ছে বাংলাদেশকে। এই জোটের মাধ্যমে প্রতিটি দেশের মোট জনসংখ্যার ২০ শতাংশের জন্য বিনামূল্যে টিকার ব্যবস্থা করার কথা। বাংলাদেশকে ১ কোটি ২৭ লাখ ডোজ টিকা দেয়ার কথা ছিল। কিন্তু বিশ্বজুড়ে টিকার সংকটের কারণে এর পরিমাণ কমেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ফাইজারের | টিকা | কখন | আসবে | | আজ | কাল | আজ | কাল