আর্কাইভ থেকে আফ্রিকা

আফ্রিকার দেশ মালিতে জঙ্গী হামলায় নিহত ৫

আফ্রিকার দেশ মালিতে জঙ্গী হামলায় নিহত ৫

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক
আফ্রিকার দেশ মালিতে সন্দেহভাজন জঙ্গী হামলায় চার বেসামরিক নাগরিক ও এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। 

রোববার বিকেলে দেশটির দক্ষিণাঞ্চলের শহর বোগোনিতে এ ঘটনা ঘটে।

জঙ্গীরা বোগোনি শহরের কাছে একটি চেকপোস্টে হামলা চালায়। পশ্চিম আফ্রিকার নেতারা যখন ঘানায় একটা বৈঠকের প্রস্তুতি নিচ্ছে ঠিক তার আগে এ হামলার ঘটনা ঘটে।  

পশ্চিম আফ্রিকার নেতারা মালির রাজনৈতিক অস্থিরতার বিষয়ে বৈঠক করবেন। মালিতে গত ৯ মাসের মধ্যে দ্বিতীয়বার সামরিক অভ্যুত্থান হয়েছে। নতুন প্রেসিডেন্ট আসিমি গোইতাও বৈঠকের জন্য ঘানায় এসেছেন।
 
গত বছরের আগষ্টে অভ্যুত্থানর নেতৃত্ব দেওয়া গোইতা কিছুদিন আগেও অন্তর্বর্তী সরকারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তার নির্দেশেই অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট বাহ এনদাও ও প্রধানমন্ত্রী মোক্তার উয়ানকে আটক করা হয়েছিল। পরে আদালতের রায়ে গোইতা প্রেসিডেন্ট হন।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন আফ্রিকার | দেশ | মালিতে | জঙ্গী | হামলায় | নিহত | ৫