আর্কাইভ থেকে বাংলাদেশ

পশ্চিমবঙ্গে করোনায় শনাক্ত-মৃতের হার কমেছে

পশ্চিমবঙ্গে করোনায় শনাক্ত-মৃতের হার কমেছে

পশ্চিমবঙ্গে করোনার দৈনিক সংক্রমণ আরও কমেছে। মৃত্যুর সংখ্যাও কমেছে। তবে উত্তর ২৪ পরগনা জেলায় একদিনে ৪৯ জন মারা গেছেন। এ নিয়ে সেখানে শঙ্কিত সবাই। এছাড়া কলকাতায় মৃত্যু হয়েছে ৩৩ জনের।

গণমাধ্যমের খবর অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতের ওই রাজ্যে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ২৮৪ জন। এর মধ্যে নতুন করে উত্তর ২৪ পরগনায় ২ হাজার ৪৮২ জন সংক্রমিত হয়েছে। কলকাতায় ১ হাজার ৮৩০ জন নতুন আক্রান্তের সন্ধান মিলেছে।

সংক্রমণ কমলেও গত ৩ দিন ধরে সেখানে প্রতিদিন মৃত্যুর সংখ্যা দেড়শর কাছাকাছি ছিল। তবে গত ২৪ ঘণ্টায় তা কমে হয়েছে ১৪২। কলকাতায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৪২৮ জন।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন পশ্চিমবঙ্গে | করোনায় | শনাক্তমৃতের | হার | কমেছে