জাতীয়

‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ: ঢাকায় আসছে ৮টি বিশেষ ট্রেন

‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ উপলক্ষ্যে রাজধানী ঢাকায় অনুষ্ঠিতব্য বিশেষ কর্মসূচিতে অংশ নিতে সারা দেশের ছাত্র-জনতা ঢাকায় আসবেন বিশেষ ট্রেনে। ঐতিহাসিক এই আয়োজনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে আটটি রুটে বিশেষ ট্রেন চালুর ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৫ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই ঘোষণা পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিশেষ এই অনুষ্ঠানে অংশ নিতে ট্রেনগুলো দুপুর ২টা থেকে ৩টার মধ্যে ঢাকায় পৌঁছাবে এবং রাত ৮টা থেকে ৯টার মধ্যে অংশগ্রহণকারীরা নিজ নিজ জেলায় ফিরে যাবেন। যাতায়াত বাবদ ব্যয় নির্ধারিত হয়েছে প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা।

জানা গেছে, গণঅভ্যুত্থান অধিদপ্তরের অনুরোধে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেয়। এরপর তাৎক্ষণিকভাবে আটটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ। ট্রেন ব্যবস্থার সমস্ত খরচ বহন করবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ট্রেনগুলোর তথ্য নিচে তুলে ধরা হলো:

চট্টগ্রাম: ১৬ কোচ, ৮৯২টি আসন, ভাড়া ৭ লাখ টাকার বেশি

জয়দেবপুর: ৮ কোচ, ৭৩৬টি আসন, ভাড়া প্রায় ৭২ হাজার টাকা

নারায়ণগঞ্জ: ১০ কোচ, ৫১০ জন, ভাড়া ৫৬ হাজার টাকার কিছু বেশি

নরসিংদী: ১২ কোচ, ৬৫২ জন, ভাড়া প্রায় ৯৫ হাজার টাকা

সিলেট: ১১ কোচ, ৫৪৮ জন, ভাড়া ৩ লাখ ২৩ হাজার টাকা

রাজশাহী: ৭ কোচ, ৫৪৮ জন, ভাড়া ৪ লাখ ৮৫ হাজার টাকা

রংপুর: ১৪ কোচ, ৬৩৮ জন, ভাড়া প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা

ভাঙ্গা, ফরিদপুর: ৭ কোচ, ৬৭৬ জন, ভাড়া ২ লাখ ৬১ হাজার টাকা

রংপুর থেকে ট্রেন ছেড়েছে সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ১১টায়। চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট থেকে যাত্রা শুরু হয় মঙ্গলবার ভোরে। ঢাকার আশপাশের জেলা থেকে ট্রেন ছাড়বে দুপুরের আগে। অনুষ্ঠান শেষে রাতে আবার যাত্রীদের নিজ নিজ এলাকায় পৌঁছে দেবে এই ট্রেনগুলো।

 

এমএ/

এ সম্পর্কিত আরও পড়ুন #জুলাই ঘোষণাপত্র #রাজধানী #ট্রেন