টি-টোয়েন্টি বিশ্বকাপের ডামাডোল শুরু হয়েছে আরও আগেই। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে গড়ানোর আগেই বৃষ্টি পণ্ড করলো বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ।
প্রথমটিতে আফগানদের বিপক্ষে হারের পর প্রোটিয়াদের বিপক্ষে শেষবারের মত ঝালিয়ে নেয়ার সুযোগ ছিল সাকিব আল হাসানের দলের।
কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি শেষ পর্যন্ত মাঠেই গড়ায়নি। ম্যাচ শুরুর ৩০ মিনিট আগেই ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করেন অফিসিয়ালরা।
নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে আজ বুধবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু ব্রিজবেনে বৃষ্টির কারণে ম্যাচটি মাঠে গড়ানো সম্ভব হয়নি। এমনকি টসও মাঠে গড়ায়নি। দুদলের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। বল হাতে যেমন বিবর্ণ ছিল বাংলাদেশ, ব্যাট হাতেও ছিল তেমনি নড়বড়ে। লম্বা ব্যাটিং লাইনআপ নিয়েও আফগানিস্তানের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটাররা। থমকে গেছেন ১০০’র নিচে। ফলাফল ওই ম্যাচে ৬২ রানের হার।
আফগানদের বিপক্ষে বড় হারের ক্ষত নিয়ে আজ প্রোটিয়াদের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। যারা কি না নিউজিল্যান্ডের বিপক্ষে পেয়েছে বিশাল জয়। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে কিউইদের মাত্র ৯৮ রানে থামিয়ে ৯ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই শক্তিশালী প্রোটিয়াদের বিপক্ষে আজ বৃষ্টির কারণে মাঠেই নামতে পারল না বাংলাদেশ।
বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, ইয়াসির আলি রাব্বি, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ।