আর্কাইভ থেকে তথ্য-প্রযুক্তি

১৮’র কম হলে টিকটকে লাইভস্ট্রিমিং নয়

১৮’র কম হলে টিকটকে লাইভস্ট্রিমিং নয়
টিকটকে এসেছে কিছু নতুন নিয়ম। যেখানে ১৮ বছরের কম বয়সীরা টিকটকে লাইভ করতে পারবে না। ২৩ নভেম্বর থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে। জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ। সোমবার (১৭ অক্টোবর) এই ঘোষণা দিয়েছে চীনের ভিডিও প্ল্যাটফর্মটি। টিকটক কর্তৃপক্ষ বলছে, কমিউনিটি নিরাপত্তা নিশ্চিত ও কম বয়সীদের সচেতন করতেই এই নির্দেশনা। লাইভের সময় কমিউটি গাইডলাইন অনুসারে, ফিল্টারের পরামর্শও দেবে টিকটক। পাশাপাশি ডিরেক্ট মেসেজ ও ভার্চ্যুয়াল উপহার বিনিময় সুবিধায়ও বিধিনিষেধ আনতে যাচ্ছে টিকটক। ডিরেক্ট মেসেজে বয়স হতে হবে ১৬, আর ১৮ বছর হলেই শুধু পাঠানো যাবে ভার্চ্যুয়াল উপহার। এখন ১৬ বছর বয়সীরাও ১ হাজার ফলোয়ার থাকলে লাইভ করতে পারে। নতুন নিয়মে টিকটকাররা সর্বোচ্চ ৫ জন গেস্ট নিয়ে লাইভ করতে পারবে। লাইভের সময় কমিউটি গাইডলাইন অনুসারে ফিল্টার করার পরামর্শও দিবে টিকটক। ১৮ বছরের কম বয়সীদের অনলাইনে উপস্থিতি কমাতে এ সিদ্ধান্ত নিয়েছে বলে টিকটক এক ব্লগ পোস্টে দাবি করেছে। তারা বলছে, কমিউনিটি নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে। যাতে করে কম বয়সীরা ব্যক্তিগত বিষয়গুলোর বিষয়ে সচেতন হতে পারে। টিকটক কর্তৃপক্ষ আরও বলছে, তারা প্রথানুযায়ী এডাল্ট কনটেন্টের বিষয়ে কঠোর হবার সিদ্ধান্তটি বাস্তবায়নে আরও কঠোর হবে। টিকটক বলছে, পর্নোগ্রাফি বা পর্ণোকে উৎসাহিত করার মতো কনটেন্টে কোনো ছাড় নয়। তবে ভিডিও নির্মাতারা চাইলে ভিডিওর দৃশ্য অনুযায়ী দর্শকদের বয়স নির্ধারণ করতে পারবে। ফলে নির্দিষ্ট বয়সের দর্শকেরাই শুধু ভিডিওগুলো দেখার সুযোগ পাবেন। এ বিষয়টি কমিউনিটি গাইড লাইনেও উল্লেখ আছে বলে জানা যায়।

এ সম্পর্কিত আরও পড়ুন ১৮র | কম | হলে | টিকটকে | লাইভস্ট্রিমিং