আর্কাইভ থেকে বাংলাদেশ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আরও ৭ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আরও ৭ জনের মৃত্যু

একদিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও সাতজন।

সোমবার (৩১ মে) থেকে মঙ্গলবার (১ জুন) পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা ওয়ার্ড ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় যে সাতজন মারা গেছেন তাদের মধ্যে পাঁচজনই করোনা পজিটিভ ছিলেন। অন্য দুজন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

শামীম ইয়াজদানী বলেন, মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন ও নওগাঁর একজন, রাজশাহীর একজন, নাটোরের দুইজন রয়েছেন। এ নিয়ে গত আট দিনে রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৬২ জন। যার মধ্যে ৩২ জন করোনা শনাক্ত রোগী। সোমবার পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট ও আইসিইউতে ২১৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। যার মধ্যে পজেটিভ রোগী ৯১ জন। 

গত ২৪ ঘণ্টায় মোট ৩৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে। নতুন ৩৭ জনের মধ্যে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ভর্তি রয়েছেন মোট ১৬ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন রাজশাহী | মেডিকেল | কলেজ | হাসপাতালে | করোনায় | আরও | ৭ | জনের | মৃত্যু