আর্কাইভ থেকে শিক্ষা

বাংলাদেশ রেলওয়ের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

বাংলাদেশ রেলওয়ের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
বাংলাদেশ রেলওয়ের রাজস্ব খাতভুক্ত একটি পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। রেলওয়ের ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৬ অক্টোবর থেকে পয়েন্টসম্যান পদের মৌখিক পরীক্ষা শুরু হবে। মোট ৬৫টি গ্রুপে এই পরীক্ষা চলবে আগামী ৯ নভেম্বর পর্যন্ত। ডিজি অফিস, বাংলাদেশ রেলওয়ে, ১৬ আবদুল গণি রোড, ঢাকায় সকাল নয়টা থেকে এই পরীক্ষা শুরু হবে। এরআগে গত ৯ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর লিখিত পরীক্ষার (এমসিকিউ) ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৫৬ জন। উল্লেখ্য, ২০২১ সালের ১৪ নভেম্বর পয়েন্টসম্যান পদে ৭৬২ জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রেলওয়ে। এ পদের বেতন স্কেল ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড ১৮)।

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ | রেলওয়ের | মৌখিক | পরীক্ষার | সময়সূচি | প্রকাশ