আর্কাইভ থেকে দুর্ঘটনা

ব্রিজের সঙ্গে লঞ্চের ধাক্কায় ৩ যাত্রীর মৃত্যু

ব্রিজের সঙ্গে লঞ্চের ধাক্কায় ৩ যাত্রীর মৃত্যু
ঢাকা থেকে আসা স্বর্ণদ্বীপ প্লাস লঞ্চের সঙ্গে শরীয়তপুরের গোসাইরহাটে ব্রিজের ধাক্কা লাগার ঘটনা ঘটে। এতে লঞ্চের ছাদে থাকা পানির ট্যাংক পড়ে ৩ যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। রোববার (২৩ অক্টোবর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন গোসাইরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান। নিহতরা হলেন- জামালপুরের বোরহান আলীর ছেলে সাগর আলী, টাঙ্গাইলের নাজিম উদ্দিনের ছেলে শাকিল আহমেদ ও গোসাইরহাটের শাহ আলী মোল্লার ছেলে তানজিল। স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে এসআই বলেন, স্বর্ণদ্বীপ প্লাস নামে একটি লঞ্চ রাতে ঢাকা থেকে ডামুড্যার উদ্দেশে ছেড়ে আসে। লঞ্চটি গোসাইরহাটে পৌঁছে সাইক্ষ্যা ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। এতে লঞ্চে থাকা পানির ট্যাংক ফেটে নিচে যাত্রীদের ওপর পড়ে। ঘটনাস্থলেই লঞ্চের তিন যাত্রী মারা যায় এবং দুজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন ব্রিজের | সঙ্গে | লঞ্চের | ধাক্কায় | ৩ | যাত্রীর | মৃত্যু