আর্কাইভ থেকে এশিয়া

কংগ্রেস থেকে বের করলো সাবেক চীনা প্রেসিডেন্টকে

কংগ্রেস থেকে বের করলো সাবেক চীনা প্রেসিডেন্টকে
চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওকে অপ্রত্যাশীতভাবে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির (সিসিপি) ২০তম জাতীয় কংগ্রেসের সমাপ্তি অনুষ্ঠান থেকে সরিয়ে নেয়া হয়েছে। শনিবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, গণমাধ্যমে আসা একটি ভিডিওতে দেখা গেছে শনিবার ওই অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাশে বসা হু জিনতাওকে দুজন লোক এসে পাহারা দিয়ে সরিয়ে নিয়ে যায়। বর্তমান প্রেসিডেন্ট জিনপিংয়ের আগে চীনের প্রেসিডেন্ট ছিলেন ৭৯ বছর বয়সি জিনতাও। কংগ্রেসে উপস্থিত বার্তা সংস্থা রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানান, দুজন কর্মকর্তা এসে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলের মূল অডিটোরিয়ামের মঞ্চ থেকে জিনতাওকে সরিয়ে নিয়ে যান। গত রোববার (১৬ অক্টোবর) পার্টি কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে একই মঞ্চে ছিলেন হু জিনতাও। সেদিনও তাঁকে কিছুটা অস্থির দেখাচ্ছিল। প্রতি পাঁচ বছর পর পর অনুষ্ঠিত এ কংগ্রেস পার্টির সংবিধান সংশোধনীর মাধ্যমে শেষ হয়েছে। ওই সংশোধনীতে পার্টিতে শি-র মূল মর্যাদা অক্ষুণ্ন এবং রাজনৈতিক চিন্তাকে পার্টির পথপ্রদর্শকের ভূমিকায় রাখা হয়েছে। এই ঘটনার বিষয়ে চীনা সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি, তবে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে হু জিনতাও ভালো বোধ করছিলেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনার ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ডানে বসেছেন তার প্রধানমন্ত্রী লি কেকিয়াং, তার ডানে বসেছেন পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির সদস্য ওয়াং ইয়াং। আর প্রেসিডেন্ট শি’র বামপাশে বসে আছেন হু জিনতাও। তাকে যখন আসন থেকে তুলে নিয়ে যান এজেন্টরা, তখন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মুখ ছিল পাথরের মতো শক্ত। সাবেক প্রেসিডেন্টকে তার আসন থেকে তুলে নিয়ে গেলেও তিনি কোনো প্রতিক্রিয়া দেননি। হু জিনতাওকে সরিয়ে দেয়ার চেষ্টাকালে তিনি শি জিনপিংয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু কি বলেছেন তা বোঝা যায়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন কংগ্রেস | বের | করলো | সাবেক | চীনা | প্রেসিডেন্টকে