আর্কাইভ থেকে ইউরোপ

নাস্তায় ব্যয় করা সরকারি অর্থ ফেরত দেবেন ফিনিশ প্রধানমন্ত্রী

নাস্তায় ব্যয় করা সরকারি অর্থ ফেরত দেবেন ফিনিশ প্রধানমন্ত্রী

পরিবারের সকালের নাশতায় ব্যয় করা সরকারি অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। এ খাতে প্রতি মাসে ৩০০ ইউরো (৩৬৫ ডলার) বিল নিচ্ছিলেন তিনি। গেল শুক্রবার এ নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছিল পুলিশ। এতে শুরু হয়েছিল সমালোচনাও।

ভঅরতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৫ বছর বয়সী এই নারী প্রধানমন্ত্রী জানিয়েছেন, আর কখনোই এমন খরচের জন্য সরকারি অর্থ ব্যয় করবেন না তিনি।

২৯ মে ফিনল্যান্ডের স্থানীয় গণমাধ্যমে বলা হয়, ২০১৯ সালের ডিসেম্বর থেকে পরিবারের সকালের নাস্তার জন্য প্রতি মাসে ৩০০ ইউরো নিচ্ছেন প্রধানমন্ত্রী ম্যারিন।

খবরটি নিয়ে আলোচনা শুরু হওয়ার পর কর্মকর্তাদের তদন্তের জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই ধরনের খরচ প্রধানমন্ত্রী ও তার পরিবারের প্রাপ্য কি না তা ভালোভাবে খতিয়ে দেখতে বলেন তিনি। অবশ্য তার আগেই তদন্তের ঘোষণা দেয় পুলিশ।

ফিনল্যান্ডবাসীর গড় আয় ৪৫ হাজার ডলার। এর মানে প্রায় ৪০ হাজার ইউরো। জনপ্রতি মাসে ৩৪০০ ইউরোর মতো। এমন দেশে প্রতি মাসে প্রাতঃরাশে ৩০০ ইউরো পরিমাণ অর্থকে ব্যয়বহুল মনে করছে অনেকে।

ম্যারিনের আগে যারা প্রধানমন্ত্রী ছিলেন তাদের কেউই পারিবারিক কাজে এত অর্থ খরচ করেননি।

ফিনল্যান্ডের নিয়ম অনুযায়ী, একটি বাড়ি পাবেন প্রধানমন্ত্রী। বাড়ি ভাড়া এবং সংস্কার কাজের পাশাপাশি আলো, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং ফার্নিচারের খরচ দেওয়া হবে। এই নিয়মে খাবার সম্পর্কে কিছু বলা নেই। একই সুযোগ-সুবিধা ফিনল্যান্ডের প্রেসিডেন্টের জন্যও প্রযোজ্য।

দেড় বছর আগে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন মারিন। এরপর থেকে পরিবার নিয়ে সরকারি বাসভবনে আছেন তিনি। ফলে যে পরিমাণ অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন তা একেবারে কম নয়। ১৭ হাজার মার্কিন ডলার তিনি ফেরত দেওয়ার কথা বলেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন নাস্তায় | ব্যয় | করা | সরকারি | অর্থ | ফেরত | দেবেন | ফিনিশ | প্রধানমন্ত্রী