আর্কাইভ থেকে জাতীয়

সিত্রাংয়ের কারণে তিন বিমানবন্দর বন্ধ

সিত্রাংয়ের কারণে তিন বিমানবন্দর বন্ধ
চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে এ সিদ্ধান্ধ নিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সোমবার (২৪ অক্টোবর) দুপুরে এ বিষয়ে নির্দেশনা দিয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে বেবিচক। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর বন্ধ থাকবে। বন্ধের আদেশটি ২৫ অক্টোবর (মঙ্গলবার) ভোর ৬টা পর্যন্ত কার্যকর থাকবে। তবে মঙ্গলবার বিমানবন্দর খুলবে নাকি বন্ধই থাকবে, সে বিষয়টি সেদিন সকালে জানানো হবে। এদিকে, এখনো পার্যন্ত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম জানান, ঘূর্ণিঝড়ের কারণে এখন পর্যন্ত কোনো ফ্লাইট বিলম্ব হয়নি। আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে সবসময় যোগাযোগ করে নিয়মিত আপডেট নেয়া হচ্ছে। আপাতত ফ্লাইট কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন সিত্রাংয়ের | কারণে | তিন | বিমানবন্দর | বন্ধ