কিছুদিন ধরে টক অব দ্য টাউন শাকিব খান। ঢালিউডের এই কিং খান দীর্ঘদিন ধরে কাজ দিয়ে না হলেও ব্যক্তি জীবন দিয়ে আলোচনায় এসেছেন ঠিকই। চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে গোপনে প্রেম-বিয়ে-বিচ্ছেদ এ শব্দগুলো পিছুই ছাড়ছে না ঢালিউড কিংয়ের।
গেলো মাসেই নায়িকা বুবলীর সন্তান নিয়ে প্রকাশ্যে আসার পর থেকেই গুঞ্জন রয়েছে শাকিব-বুবলীর বিবাহবিচ্ছেদ নিয়ে। এটা যেন এখন অনেকটা ‘ওপেন সিক্রেট’ বিষয়। মাঝে যদিও বুবলী ভিন্ন সুরে কথা বলে বিষয়টা হালকা করতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত, ‘যা রটে তার কিছুটা হলেও বটে’— তা-ই যেন বুঝিয়ে দিলেন ঢালিউড শীর্ষ নায়ক।
এই দুই তারকার এখনও বিবাহ বিচ্ছেদ না হলেও, কোনো সম্পর্ক নেই— তারই ইঙ্গিত মিলল গণমাধ্যমে দেয়া শাকিব খানেরই এক সাক্ষাৎকারে। সেখানে তিনি বলেছেন, একসময় মানুষ তাদের সম্পর্ক কোন পর্যায়ে আছে এমনিতেই জেনে যাবে। এটাতো এমনিতেই মানুষের বোঝা উচিত তাদের মধ্যকার দূরত্বের কথা।
বুবলীর সঙ্গে সম্পর্ক এখনও আছে কি না এ বিষয়ে শাকিব খান বলেন, যারা সবকিছু দেখেও না দেখার এবং বুঝেও না বোঝার ভান করে, সময়মতো শাকিব সবাইকে সেটা বুঝিয়ে দিবেন।
তিনি আরও বলেন, নিজের ক্যারিয়ারের কথা ভেবে বুবলী সেটা প্রকাশ করেননি। বুবলিকে তো আর মুখ বন্ধ রাখতে বলা হয়নি। মাঝে নিজে অনেক কিছু করেছে সে। সব খবরই শাকিবের কাছে আছে।
শাকিব আরও যোগ করেন, সন্তানের কথা ভেবে অনেক কিছু বলা যায় না। তাদের সন্তান শেহজাদ খান বীর বড় হচ্ছে। তার কথা ভেবে অনেক কিছু বলা যায় না। আগামীতে সন্তানের খারাপ কিছু হোক, সেটাও চান না। তার প্রিয় দুই সন্তান আব্রাম খান জয় ও শেহজাদ খান বীর। তাদের নিয়েই আগামীর পথে পাড়ি দিতে চাস এ নায়ক।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টায় নিজের ভেরিফায়েড ফেসবুকে বুবলী ছেলের কয়েকেটি ছবি প্রকাশ করেন। যেখানে ছেলের সঙ্গে শাকিব খানও রয়েছেন। জানান ছেলের নাম। এর ২০ মিনিট পর নিজের ফেসবুকে সন্তান শেহজাদ খান বীরের ছবি পোস্ট করেন শাকিব খান। তবে শাকিবের পোস্টের ছবিতে ছিলেন না বুবলী। তাই তখন অনেকেই ধারণা করেন, সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনলেও সম্পর্ক ভালো নেই শাকিব-বুবলীর।
৩ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বুবলী জানান, ২০১৮ সালের ২০ জুলাই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে তিনি বিবাববন্ধনে আবন্ধ হন। ২০২০ সালের ২১ মার্চ পৃথিবীর আলো দেখে তাদের সন্তান শেহজাদ খান বীর।
এর আগে, শাকিবের খান ও অপু বিশ্বাসের বিচ্ছেদ হয় ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি। তাদের ১০ বছরের সংসারে আব্রাম খান জয় নামে এক ছেলে আছে।