আর্কাইভ থেকে ফুটবল

বায়ার্নের বিপক্ষে খুঁজেই পাওয়া গেল না বার্সাকে

বায়ার্নের বিপক্ষে খুঁজেই পাওয়া গেল না বার্সাকে
বার্সাকে তাদেরই মাঠ ন্যু ক্যাম্পে হেসে খেলে ৩-০ গোলে হারিয়ে গেলো বায়ার্ন। যাতে করে বার্সার কাটা ঘায়ে নুনের ছিটা লাগল বৈকি! চ্যাম্পিয়ন লিগের হাইভোল্টেজ ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খুঁজেই পাওয়া গেলো না বার্সেলোনাকে। পুরো ম্যাচেই কাতালান জায়ন্টাদের উপর ছড়ি ঘোরালো বায়ার্ন, তুলে নিলো ৩-০ গোলের জয়। স্থানীয় সময় বুধবার (২৬ অক্টোবর) নু ক্যাম্পে মুখোমুখি হয় ‘সি’ গ্রুপের দুই দল। ম্যাচটিতে বার্সেলোনাকে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ১৬’তে উঠেছে বায়ার্ন। অন্যদিকে বার্সেলোনাকে আগামী মৌসুমেও খেলতে হবে ইউরোপা লিগে। তবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচটাকে ‘প্রতিশোধ’ নেওয়ার ম্যাচ বলে আখ্যা দিয়েছিলেন বার্সেলোনা কোচ জাভি। ইউরোপায় নেমে যাওয়ার শোক থেকেই হয়তো, সেই প্রতিশোধের স্পৃহাটাও দেখা গেল না বার্সার মাঝে। কোচ জাভি ঘোষণাই দিয়ে রেখেছিলেন, ইন্টার-ভিক্টোরিয়ার ম্যাচটা দেখবে বার্সার সবাই। যদিও বার্সেলোনার ভাগ্য ঝুলে ছিল দিনের আরেক ম্যাচ ইন্টার মিলান বনাম ভিক্টোরিয়া প্লাজেনের ম্যাচের উপর। ভিক্টোরিয়ার বিপক্ষে মিলান জিতলে বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার আশা থাকবে না। নিজেদের ম্যাচে ৪-০ গোলে জয় তুলে নিয়েছেন ইন্টার। ফলে বার্সেলোনাকে টানা দ্বিতীয়বারের মত খেলতে হবে ইউরোপা লিগে।

এ সম্পর্কিত আরও পড়ুন বায়ার্নের | বিপক্ষে | খুঁজেই | বার্সাকে