আর্কাইভ থেকে ক্রিকেট

টাইগারদের মাথায় রানের পাহাড় চাপিয়ে দিলো প্রোটিয়ারা

টাইগারদের মাথায় রানের পাহাড় চাপিয়ে দিলো প্রোটিয়ারা
টস জিতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। তবে প্রোটিয়াদের শুরুটা ভালো হতে দেননি তাসকিন। শুরুর ওভারেই ফিরিয়ে দিয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে। পরে বৃষ্টিতে খেলা কিছু সময় বন্ধ থাকে। কে জানতো বৃষ্টির পানির মতোই রানের বন্যা ছড়িয়ে দেবে দক্ষিণ আফ্রিকা। তাসকিনে পর আর উইকেটের দেখা নেই। শুধু রান আর রান। ২০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে প্রোটিয়াদের সংগ্রহ দাঁড়ায় ২০৫ রান। কুইন্টন ডি কক আর রাইলি রুশো জোটি দেড়শ’র বেশি রান করেন। কুইন্টন ডি কক ৬৩ রানে থামলেও ব্যাট চালিয়ে যান রাইলি রুশো। সাথে জোটি বাঁধেন ট্রিস্টান স্টাবস। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। দলের পক্ষে সাকিব দুটি, তাসকিন ও আফিফ একটি করে উইকেট পান। প্রোটিয়াদের দলীয় রান যখন ১৯৭ তখন রাইলি রুশো ১০৯ রানের বিশাল সংগ্রহ নিয়ে সাকিবের বলে মাঠের বাইরে যান। বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং মুস্তাফিজুর রহমান। দ. আফ্রিকা দল : কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, রাইলি রুশো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েন পার্নেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া, তাবরাইজ শামসি।

এ সম্পর্কিত আরও পড়ুন টাইগারদের | মাথায় | রানের | পাহাড় | চাপিয়ে | দিলো | প্রোটিয়ারা