আর্কাইভ থেকে দেশজুড়ে

বাসা-বাড়িতে ১০ মিনিটেই চুরি শেষ করে চক্রটি!

বাসা-বাড়িতে ১০ মিনিটেই  চুরি শেষ করে চক্রটি!
বাগেরহাটে ফাঁকা বাসাবাড়িতে টার্গেট করে দশ মিনিটের মধ্যে ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যেত সক্রিয় একটি  চোরাই চক্র। এমন একাধিক ঘটনার সঙ্গে জড়িত নারীসহ ৩ জনকে আটক করেছে বাগেরহাট মডেল থানার পুলিশ।এ সময় তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত মোটরসাইকেল, মাস্টার চাবি, মোবাইল ফোন, ব্যাগ ও পোশাক জব্দ করেছে পুলিশ। আটককৃত হলেন, খুলনা বিশ্ববিদ্যালয় এলাকার ৩নং ওয়ার্ডের মৃত সলেমান মিয়ার ছেলে সোহেল রানা (৩৩), তার স্ত্রী কাজল আক্তার হীরা (২৪) ও একই এলাকার মৃত আলতাফ সরদারের রবিউল ইসলাম ওরফে রাঙ্গা (১৯)। আটকদের নামে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোর রাতে খুলনা মহানগরের হরিণটানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান তিনি বলেন, বেশ কিছু দিন ধরে বাগেরহাট শহরের বিভিন্ন এলাকায় মাক্স পড়ে এই চক্রের নারী সদস্যরা চুরি করে আসছিল। চোর চক্রকে ধরতে সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ অভিযান শুরু করে। সিসি ক্যামেরায় দেখা যায়, এক যুবক মোটরসাইকেল নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আর দুই তরুণী মাক্স পড়ে কৌশলে বাসার তালা খুলে রুমে ঢুকে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুটে নিয়ে বের হয়ে যায়। আর এতে সময় লাগে মাত্র ১০ থেকে ১৫ মিনিট। তিনি আরও বলেন, তাদের কাছ থেকে একটি মাস্টার চাবি উদ্ধার করা হয়েছে। এই সিন্ডিকেটের সদস্যরা মূলত, বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ ও ফরিদপুরসহ বিভিন্ন জেলায় চুরি করতো। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করেছে তারা। এ সিন্ডিকেটের অন্য সদস্যদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন বাসাবাড়িতে | ১০ | মিনিটেই | | চুরি | শেষ | করে | চক্রটি