আর্কাইভ থেকে বাংলাদেশ

কালো টাকার বিষয়ে বাজেটে ঘোষণা নেই

কালো টাকার বিষয়ে বাজেটে ঘোষণা নেই

২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা (অপ্রদর্শিত অর্থ) সাদা করার সুযোগদানের বিষয়ে নতুন করে ঘোষণা দেননি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে তিনি বলেছেন, কালো টাকার ফলে পুঁজিবাজারে অর্থের প্রবাহও বৃদ্ধি পেয়েছে। এতে শেয়ার বাজার আরও শক্তিশালী হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপনের সময় অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারকে গতিশীল করার লক্ষ্যে এক বছর লক-ইনসহ কতিপয় শর্ত সাপেক্ষে ব্যক্তিশ্রেণির করদাতারা পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের আওতায় ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত ৩১১ জন করদাতা পুঁজিবাজারে অর্থ বিনিয়োগপূর্বক ৪৩ কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৯৮ টাকা আয়কর পরিশোধ করেছেন। যার ফলে দেশের পুঁজিবাজারে অর্থের প্রবাহ বৃদ্ধি পেয়েছে এবং পুঁজিবাজার শক্তিশালী হয়েছে।

এদিকে ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত অর্থের ঘোষণা নতুন বাজেটে না দেয়াকে সতর্ক সাধুবাদ জানিয়েছে  ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। পাশাপাশি সৎ করদাতাদের প্রতি বৈষম্যমূলক ও অসাংবিধানিক এই সুবিধা যেন অন্য কোনও উপায়ে আয়কর অধ্যাদেশে রাখা না হয় সে বিষয়েও দৃষ্টি আকর্ষণ করছে সংস্থাটি।

উল্লেখ্য, চলতি অর্থবছরের (২০২০-২১) বাজেটে বিশেষ ‘সুযোগ হিসাবে’ ১০ শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত অর্থ বা কালোটাকা পুঁজিবাজারে বিনিয়োগ, নগদ অর্থ, স্থায়ী আমানত, জমি-ফ্ল্যাট রিটার্নে দেখানো তথা সাদা করার সুযোগ দেয়া হয়। আগামী ৩০ জুন পর্যন্ত এ সুযোগ রয়েছে।

মাত্র ১০ শতাংশ সুদে কালো টাকা সাদা করার বিশেষ সুবিধা নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। সুশীল সমাজ ও গবেষণা প্রতিষ্ঠানগুলো এর তীব্র বিরোধিতা করেছে। এমনকি বেশ কয়েকটি ব্যবসায়ী সংগঠন ও ব্যবসায়িক নেতা পর্যন্ত এই সুবিধার তীব্র সমালোচনা করেছেন।

তারা বলেছেন, এই ব্যবস্থা বৈষম্যমূলক। কারণ দেশে সর্বোচ্চ কর হার ২৫ শতাংশ। সৎ করদাতাদের অনেককে ২৫ শতাংশ হারে কর দিতে হচ্ছে। আর যারা বিভিন্ন সময়ে কর ফাঁকি দিয়েও সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করে অর্থের পাহাড় জমিয়েছে তাদেরকে মাত্র ১০ শতাংশ করের মাধ্যমে টাকা বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে। এই ধারা চললে সৎ করদাতা আগামীতে কর দিতে নিরুৎসাহিত হবেন।

এমনকি জাতীয় রাজস্ব বোর্ডও (এনবিআর) এই সুবিধার বিপক্ষে অবস্থান নেয় বলে জানা যায়। এই বাস্তবতায় কালো টাকা সাদা করার বিশেষ সুযোগ আর বাড়ানো হয়নি।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন কালো | টাকার | বিষয়ে | বাজেটে | ঘোষণা | নেই