আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

শুক্র গ্রহে অভিযান চালানোর ঘোষণা দিল নাসা

শুক্র গ্রহে অভিযান চালানোর ঘোষণা দিল নাসা

মঙ্গলের পর এবার পৃথিবীর নিকটতম গ্রহ শুক্রে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

২০২৮ ও ২০৩০ সালের মধ্যে গ্রহটির জলবায়ু ও ভূতাত্ত্বিক গঠন খতিয়ে দেখতে অভিযান দুটি পরিচালনা করা হবে। প্রতিটি অভিযানে ৫০ কোটি ডলার খরচ হবে। পৃথিবীর মতো শুক্র একই গঠনের; তবে আকারে কিছুটা ছোট। শুক্রে সবশেষ অভিযান পরিচালিত হয়েছিল ১৯৯০ সালে।

সেই অভিযানে নাসার পাঠানো নভোযানটির নাম ছিল ম্যাগেলান। এবার প্রথম ধাপের অভিযানটির নাম দেয়া হয়েছে ডাভিনকি প্লাস। আর দ্বিতীয় অভিযানের নাম ভেরিতাস।

এ সম্পর্কিত আরও পড়ুন শুক্র | গ্রহে | অভিযান | চালানোর | ঘোষণা | দিল | নাসা