আর্কাইভ থেকে বিএনপি

রাজধানীতে বিএনপির ঝটিকা মিছিল

রাজধানীতে বিএনপির ঝটিকা মিছিল
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্ব রাজধানীতে বিএনপি ঝটিকা মিছিল করেছে। মিছিল শেষে তিনি বলেন, সরকার ভীত হয়ে তারেক রহমান ও তার স্ত্রীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আজ মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে নয়াপল্টন এলাকার ভিআইপি রোডে ১০ মিনিটের মতো মিছিলটি স্থায়ী হয়। এরপর নয়াপল্টনে পথসভায় রুহুল কবির রিজভী বলেন, বিএনপির আন্দোলন দেখে সরকার ভীত হয়ে তারেক রহমান ও তার স্ত্রীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আইন-আদালতকে বিরোধী দল নির্যাতনের হাতিয়ার বানিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে দাবি করেন তিনি। রিজভী বলেন, যতই নির্যাতন করুক তারা, আইনশৃঙ্খলা বাহিনী ও আইন আদালতকে ব্যবহার করে সরকারের শেষ রক্ষা হবে না। পতনের ভয় থেকেই সরকার তারেক রহমান ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাত জন মারা গেছেন। এছাড়া চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৪৮ জন মারা গেছেন। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন রাজধানীতে | বিএনপির | ঝটিকা | মিছিল