আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ভারতে একযোগে প্রায় তিন হাজার চিকিৎসকের পদত্যাগ

ভারতে একযোগে প্রায় তিন হাজার চিকিৎসকের পদত্যাগ

করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে একযোগে পদত্যাগ করেছে প্রায় তিন হাজার জুনিয়র চিকিৎসক।

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, করোনা আক্রান্ত হলে নিজেরসহ পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা সুবিধা, বৃত্তি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট ডাকে মধ্যপ্রদেশের চিকিৎসকরা। তাদের এই ধর্মঘটকে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এর প্রতিবাদে একযোগে পদত্যাগ করেছে রাজ্যের ছয়টি হাসপাতালের তিন হাজার নবীণ চিকিৎসক।

দাবি আদায়ে সোমবার থেকে ধর্মঘট শুরু করে চিকিৎসকরা। বৃহস্পতিবার তাদের এই ধর্মঘটকে অবৈধ বলে জানায় মধ্যপ্রদেশের হাইকোর্ট। একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।

এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায় নবীণ চিকিৎসকদের সংগঠন-মধ্যপ্রদেশ জুনিয়র ডক্টর’স এসোসিয়েশন। এরপর শুক্রবার সন্ধ্যায় রাজ্যের ছয় হাসপাতালের প্রায় তিন হাজার নবীণ চিকিৎসক একযোগে পদত্যাগ করে।

আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে জুনিয়র চিকিৎসকদের সংগঠনটি।

এদিকে, পাঞ্জাবে বেসরকারি হাসপাতালগুলোতে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকা দেওয়ার আদেশ প্রত্যাহার করা হয়েছে। হাসপাতালগুলোতে উচ্চমূল্যে টিকা বিক্রি হচ্ছে বলে রাজ্যের প্রধান বিরোধী দলের অভিযোগের পর এ সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতে | একযোগে | প্রায় | তিন | হাজার | চিকিৎসকের | পদত্যাগ