আর্কাইভ থেকে করোনা ভাইরাস

করোনার ভারতীয় ধরনের বিরুদ্ধে কম কার্যকর ফাইজারের টিকা

করোনার ভারতীয় ধরনের বিরুদ্ধে কম কার্যকর ফাইজারের টিকা

ফাইজারের টিকা ভারতে পাওয়া করোনার ডেলটা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কম কার্যকর। সম্প্রতি মেডিক্যাল জার্নাল ল্যানসেটে প্রকাশিত গবেষণায় উঠে এসেছে এ তথ্য।

ল্যানসেটে প্রকাশিত গবেষণায় দাবি করা হয়, মূল ভাইরাসের তুলনায় ভারতীয় ধরনের বিরুদ্ধে ফাইজারের টিকা মানবদেহে কম অ্যান্টিবডি তৈরি করে। এতে টিকার ডোজের ক্ষেত্রে সময়ের ব্যবধান কমানোরও পরামর্শ দেওয়া হয়েছে।

টিকার প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে ব্যবধান বেশি হলে ডেলটা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে অ্যান্টিবডির মাত্রা কমে যায় বলে দাবি করেছে ইউনিভার্সিটি কলেজ লন্ডন হাসপাতাল ও ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউটের গবেষকরা।

ভারতের ডেলটা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে গবেষণায় অংশগ্রহণকারীদের ৩২ শতাংশের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। করোনার নতুন ধরনের বিরুদ্ধে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের বুস্টার ডোজ নেওয়ার পরামর্শও দিয়েছে গবেষকরা। 

ব্রিটেনের জনস্বাস্থ্য বিভাগের গবেষকদের দাবি, ব্রিটেনে আলফা ভ্যারিয়েন্টকে ছাড়িয়ে গেছে ভারতের ডেলটা ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়তে থাকলে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়বে বলে শঙ্কা জানিয়েছে তারা।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন করোনার | ভারতীয় | ধরনের | বিরুদ্ধে | কম | কার্যকর | ফাইজারের | টিকা