আর্কাইভ থেকে এশিয়া

ইমরান খান বর্তমানে ভালো আছেন :পাঞ্জাবের মুখ্যমন্ত্রী

ইমরান খান বর্তমানে ভালো আছেন :পাঞ্জাবের মুখ্যমন্ত্রী
পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাবের ওয়াজিরাবাদ শহরে লংমার্চের সময় গুলিবিদ্ধ দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে ভালো আছেন। জানালেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পারভেজ এলাহী আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর)  স্থানীয় সময় সন্ধ্যার দিকে ইমরান খানকে লক্ষ্য করে একে-৪৭ অস্ত্র থেকে গুলি চালায় এক হামলাকারী। এতে ইমরান খানের পায়ে অন্তত তিন থেকে চারটি গুলি বিদ্ধ হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন দেশটির চিকিৎসকরা। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পারভেজ এলাহী হাসপাতালে ইমরান খানের সঙ্গে দেখা করে জানান, ‘তিনি ভালো আছেন।’ হামলার এই ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে। ইমরান খান ও আহত অন্যান্যদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। ডন বলেছে, গুলিতে আহত পাকিস্তান তেহরিক ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে লাহোরের শওকত খানম হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাকে দেখতে হাসপাতালে গেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পারভেজ এলাহী। এদিকে, ইমরান খানকে শওকত খানম হাসপাতালে নেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ওই হাসপাতালের বাইরে অবস্থান নিয়েছেন তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের হাজার হাজার নেতাকর্মী। এ সময় তারা ইমরান খানের সমর্থনে বিভিন্ন ধরনের স্লোগান দেন।

এ সম্পর্কিত আরও পড়ুন ইমরান | খান | বর্তমানে | ভালো | আছেন | পাঞ্জাবের | মুখ্যমন্ত্রী