আর্কাইভ থেকে ক্রিকেট

যদি কিন্তু সমীকরণে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ

যদি কিন্তু সমীকরণে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ
বৃষ্টি আইনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান জয় পাওয়ায় বাংলাদেশের সেমিফাইনালে খেলার যদি কিন্তু সমিকরণ তৈরি হয়েছে। নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের সঙ্গে জয়ের পাশাপাশি ভারত ও দক্ষিণ আফ্রিকার শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে টাইগারদের। বর্তমানে গ্রুপ '২'-এর প্রত্যেকটি দল চারটি করে ম্যাচ খেলেছে। ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে ভারত। পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দক্ষিণ আফ্রিকা। সমান চার পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে পাকিস্তান ও বাংলাদেশ। ‌গ্রুপ ‘২’-এর দল- জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের সেমিতে যাওয়ার আর সুযোগ নেই। এই গ্রুপের প্রতি দলের শেষ ম্যাচ আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। সেখানেই নির্ধারিত হবে সেমিফাইনালে যাচ্ছে কারা। ৬ নভেম্বরের প্রথম ম্যাচ নেদারল্যান্ডস-দক্ষিণ আফ্রিকার। এই ম্যাচে নেদারল্যান্ডস জিতলে দিনের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ-পাকিস্তান থেকে যারা জিতবে, তারাই সেমিতে যাবে। ভারতের সঙ্গে জিম্বাবুয়ে জিতলে ভারতের পয়েন্ট থাকবে ছয়। তখন পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা নিয়ে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে যারা জিতবে তাদের রানরেটের হিসাব হবে। দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতলে তারা সরাসরি সেমিতে চলে যাবে। আর তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ে জিতলে ভারত অথবা বাংলাদেশ-পাকিস্তান যে কোন এক দল সেমিতে যাবে। তবে ভারত জয় পেলে দ্বিতীয় ম্যাচের বাংলাদেশ-পাকিস্তান উভয়ই বাদ পড়বে।  

এ সম্পর্কিত আরও পড়ুন সমীকরণে | সেমিফাইনাল | খেলবে | বাংলাদেশ