আর্কাইভ থেকে বাংলাদেশ

উত্তর সিটি অঞ্চলে জলাবদ্ধতার কারণ জানালেন মেয়র

উত্তর সিটি অঞ্চলে জলাবদ্ধতার কারণ জানালেন মেয়র

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চলে একশ তিনটি স্থানকে জলাবদ্ধতার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব স্থানগুলোতে কাজ চলছে।

শনিবার সকালে রাজধানীর মিরপুরে ভিটামিন এ ক্যাপসুল কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান মেয়র আতিকুল ইসলাম।

এসময় মেয়র আরো বলেন, চলতি বছর বেশ কিছু স্থানে জলাবদ্ধতা নিরসনে কাজ হয়েছে। এর সুফল নগরবাসী পাচ্ছে।

মেয়র জানান, জলাবদ্ধতার অভিযোগ জানাতে নগরবসীর জন্য দুটি হটলাইন চালু করা হয়েছে।

এসময় জানানো হয়, দুই সপ্তাহ ব্যাপী ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন চলবে। উত্তর সিটি কর্পোরেশন এলাকার এক হাজার নয়শ ‍পাঁচটি কেন্দ্রে এসব ক্যাপসুল খাওয়ানো হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রায় সাত লাখ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে। ছয় মাস থেকে পাঁচ বছর বয়সের শিশুদের এসব টিকা খাওয়ানো হবে। আজ থেকে ১৯ জুন এই টিকা খাওয়ানো হবে। তবে শুক্রবার এই টিকা খাওয়ানো হবেনা।   

এ সম্পর্কিত আরও পড়ুন উত্তর | সিটি | অঞ্চলে | জলাবদ্ধতার | কারণ | জানালেন | মেয়র