আর্কাইভ থেকে বিনোদন

আইসিইউতে আছেন গায়ক আকবর

আইসিইউতে আছেন গায়ক আকবর
আবারও অসুস্থ হয়ে পড়েছেন গায়ক আকবর। দীর্ঘদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছেন তিনি। সম্প্রতি সেটি প্রকট আকার ধারণ করায় আইসিইউতে নেয়া হয়েছে তাকে। শনিবার (৫ নভেম্বর) রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে গায়ক আকবরকে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তার স্ত্রী কানিজ ফাতেমা। তিনি জানান, কয়েকদিন ধরেই তার (আকবর) শরীর বেশ খারাপ। খাওয়াদাওয়াও করতে পারছেন না। কিডনি জটিলতা বেড়েছে। শরীরে আয়োডিনের মাত্রাও কম। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তির পরই আইসিইউতে নেয়া হয়েছে। এদিকে আকবরকন্যা এ গায়কের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসে লিখেছেন,আব্বুর অবস্থা আবার খুবই খারাপ। আব্বু বর্তমানে বারডেম হসপিটালের আইসিইউতে আছে। সবাই আব্বুর জন‍্য দোয়া করবেন। এর আগে গেলো ১৬ অক্টোবর রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতালে অপারেশনের মাধ্যমে আকবরের ডান পা কেটে ফেলা হয়েছে। তার অপারেশন সম্পন্ন করেন অধ্যাপক ডা. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। সেখানে চিকিৎসা শেষে বাসায় ফেরেন আকবর। এরপর বাসাতেই তার অপারেশন পরবর্তী ড্রেসিং করা হচ্ছিলো। কিন্তু কিডনি জটিলতায় ফের হাসপাতালমুখী হতে হলো তাকে। উল্লেখ্য, আজ থেকে প্রায় ১৮ বছর আগে ইত্যাদির মঞ্চে কিশোর কুমারের গান গেয়ে পরিচিতি পান আকবর আলি গাজী। এরপর নিজের মৌলিক গান ‘তোমার হাত পাখার বাতাসে’ দিয়ে করেন বাজিমাত। গানটির অডিও-ভিডিও দুটোই ছিল সুপারহিট। দেশ-বিদেশের মঞ্চে গান গেয়ে জীবন কাটাচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই কিডনির অসুখে আক্রান্ত হন আকবর। দেখা দেয় ডায়াবেটিসও। ছন্দপতন ঘটে জীবনের। অনেক বছর ধরেই দুরবস্থা চলছে। মাঝে কিছুটা ঘুরে দাঁড়ালেও ফের ভাগ্যের পরিহাসে সংকটের মুখোমুখি আকবর। সুস্থ হয়ে আবারও সবাইকে গানে মাতাবেন, এমনটাই প্রত্যাশা তার পরিবারের।

এ সম্পর্কিত আরও পড়ুন আইসিইউতে | আছেন | গায়ক | আকবর