বাংলাদেশ

বঙ্গভবনে রাষ্ট্রপতির বৈঠকে যারা আছেন

বঙ্গভবনে রাষ্ট্রপতির বৈঠকে যারা আছেন
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ করার পর দেশের উদ্ভুত পরিস্থিতিতে নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। এমতস্থায় অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে একাধিক রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধিরা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করছেন। সোমবার (৫ আগস্ট) রাতে বঙ্গভবনে এই বৈঠকে জাতীয় পার্টি, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বাংলাদেশ আরও কয়েকটি দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। কিন্তু আওয়ামী লীগের কোনো প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন না। রাজনীতিবিদ ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নিয়েছেন বলে জানা গেছে। জানা গেছে, বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, জাতীয় পার্টির পক্ষে জিএম কাদের, মজিবুল হক চুন্নু, আনিসুল হক, শামীম পাটোয়ারী, জামায়াতের পক্ষে ডা. শফিকুর রহমান, শেখ মো. মাসুদ, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, হেফাজতে ইসলামের মামুনুল হক ও মুফতি মনির কাসেমী, বাংলাদেশ খেলাফতে মজলিসের মাওলানা জালাল উদ্দীন আহমদ, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকী, জমিয়তে উলামায়ে ইসলামের সৈয়দ ফজলুল করিম। বৈঠকে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল,  মেজর জেনারেল (অব.) ফজলে রাব্বি, ফিরোজ আহমেদ, আশরাফুল আজম। জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন বঙ্গভবনে | রাষ্ট্রপতির | বৈঠকে | যারা | আছেন