আর্কাইভ থেকে জাতীয়

শাহজালাল বিমান তৃতীয় টার্মিনালের নির্মাণকাজের অগ্রগতি ১৭ শতাংশ

শাহজালাল বিমান তৃতীয় টার্মিনালের নির্মাণকাজের অগ্রগতি ১৭ শতাংশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজের অগ্রগতি ১৭ শতাংশ, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। এ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। 

প্রতিমন্ত্রী জানান, আন্তর্জাতিক মানের অত্যাধুনিক তৃতীয় টার্মিনালটি নির্মিত হলে বিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন টার্মিনাল হিসেবে সুনাম অর্জন করবে। টার্মিনালটির নির্মাণ শেষ করার পরিকল্পনা অনুযায়ী কাজের অগ্রগতির লক্ষ্যমাত্রা হলো ১৪ দশমিক ২ শতাংশ। বাস্তবে অগ্রগতি ১৬ দশমিক ৫, অর্থাৎ প্রায় ১৭ শতাংশ।

শনিবার (৫ জুন) দুপুরে শাহজালাল বিমানবন্দরের টার্মিনালের কাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, করোনাকালে বিশ্বের বিভিন্ন উন্নয়নকাজ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। তৃতীয় টার্মিনালের কাজ একদিনের জন্য বন্ধ থাকেনি। নির্ধারিত সময়ের আগেই এ প্রকল্পের নির্মাণকাজ শেষ হবে।

২১ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম বা এডিসি ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের কাজ চলছে। জাপানের দুটি ও কোরিয়ার একটি কোম্পানির প্রকৌশলীদের সার্বিক তত্ত্বাবধানে প্রকল্পের কাজ এগিয়ে চলছে।

দুপুরে মন্ত্রী, বেবিচক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা টার্মিনাল কাজের অগ্রগতি পরিদর্শনে এলে এডিসির প্রকৌশলীরা কাজের অগ্রগতি তুলে ধরেন।

তারা জানান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অধীনে এ প্রকল্পটির নির্মানকাজ ২০২০ সালের ৬ এপ্রিল শুরু হয়। পরবর্তী ৪৮ মাস অর্থাৎ ২০২৪ সালের এপ্রিলে কাজ শেষ হওয়ার কথা।

এ সম্পর্কিত আরও পড়ুন শাহজালাল | বিমান | তৃতীয় | টার্মিনালের | নির্মাণকাজের | অগ্রগতি | ১৭ | শতাংশ