আর্কাইভ থেকে এশিয়া

নেপালে ব্ল্যাক ফাঙ্গাসে প্রথম মৃত্যু

নেপালে ব্ল্যাক ফাঙ্গাসে প্রথম মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বিশ্বে এখন টালমাটাল অবস্থা। ঠিক তখন আবার নতুন ভাইরাস ব্ল্যাক ফাঙ্গাস। 

হিমালয়ের দেশ নেপাল ব্ল্যাক ফাঙ্গাস ছত্রাকে আক্রান্ত রোগীর প্রথম মৃত্যু দেখল। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কৃষ্ণ প্রসাদ পাওদেল এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (৪ জুন) এ খবর প্রকাশ করেছে খালিজ টাইমস।

মুখপাত্র কৃষ্ণ প্রসাদ পাওদেল জানান, নেপালে বর্তমানে অন্তত ১০ জন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগী রয়েছে। ভারতে মরণব্যাধী এই রোগটি হাজারের অধিক কভিড-১৯ রোগীকে সংক্রমিত করেছে। ইতোমধ্যে দেশটিতে অনেকেই মারা গেছেন। 

তবে নেপালে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন নেপালে | ব্ল্যাক | ফাঙ্গাসে | প্রথম | মৃত্যু