আর্কাইভ থেকে আফ্রিকা

তানজানিয়ায় বিমান আছড়ে হ্রদে, নিহত ১৯

তানজানিয়ায় বিমান আছড়ে হ্রদে, নিহত ১৯
বৈরী আবহাওয়ার কারণে আফ্রিকার দেশ তানজানিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়ে ভিক্টোরিয়া হ্রদে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ আরোহীর মৃত্যুর হয়েছে। মৃত্যুর বিষয়টি সরকারি দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে। সোমবার (৭ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার দেয়া এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রধানমন্ত্রী কাসিম মাজালিবার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে তিনজনের মৃত্যুর কথা প্রথমে জানা গেলেও এই সংখ্যা বেড়ে ১৯ জন হয়েছে। বেসরকারি প্রিসিশন এয়ারের ফ্লাইটটি তানজানিয়ার উত্তর–পশ্চিমাঞ্চলীয় শহর বুকোবার আকাশে দুর্ঘটনার কবলে পড়ে। ফ্লাইটটির তানজানিয়ার বাণিজ্যিক রাজধানী দারুস সালামে অবতরণ করার কথা ছিল। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে হ্রদে আছড়ে পড়ার পরপরই ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যেখানে ফ্লাইটটিতে ক্রুসহ ৪৩ জন আরোহী ছিলেন। এর মধ্যে যাত্রী ছিলেন ৩৯ জন। এদিকে, এয়ারলাইন কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান দুর্ঘটনার পর উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।  

এ সম্পর্কিত আরও পড়ুন তানজানিয়ায় | বিমান | আছড়ে | হ্রদে | নিহত | ১৯